NOW READING:
Howrah News: কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে হচ্ছে হাওড়ার এই রাস্তা…
December 10, 2024

Howrah News: কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে হচ্ছে হাওড়ার এই রাস্তা…

Howrah News: কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নামে হচ্ছে হাওড়ার এই রাস্তা…
Listen to this article


দেবব্রত ঘোষ: হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানেল রোডের নামবদল হচ্ছে। প্রয়াত বাংলার কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার (Sailen Manna) নামে সেই রাস্তার নামকরণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

২০২০ সালে শতাব্দীসেরা ফুটবলারের নামে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামটির নামকরণ করেছিলেন মমতা। আজ ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে তিনি হাওড়ার জেলাশাসক দিপাপ প্রিয়া পি কে মমতা এই নির্দেশ দিয়েছেন। 

আরও পড়ুন:  ৮.৫ কোটির বাঁ-হাতি অস্ট্রেলিয়ায় করেছেন ১০৩, আজ হাসপাতালের বিছানায় ভারতীয় নক্ষত্র!

আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কারণ ইতিমধ্যে হাওড়া পুরসভা ২০১৫ সালের জুন মাসে একটি নোটিফিকেশন জারি করেছিল। যাতে ড্রেনেজ ক্যানেল রোড ছ’জন বিশিষ্ট মানুষের নামে করা হয়। যাঁরা সকলেই হাওড়ার মানুষ। ডঃ ভোলানাথ চক্রবর্তী সরণি ,ডঃ কানাই লাল ভট্টাচার্য সরণি, ও ডঃ অসিত বন্দ্যোপাধ্যায় সরণি,নরেশ দাশগুপ্ত সরণি, অধ্যক্ষ জ্ঞান সেন সরণি ও  শৈলেন মান্না সরণি। দু’টি রাস্তা ছয়জন বিশিষ্ট মানুষের নামে করেছিল পুরসভা। ড্রেনেজ ক্যানেল রোড পাঁচজনের নামে। আর ইস্ট ওয়েস্ট রোড একজনের নামে (শৈলেন মান্না সরণি)

সবার নাম সরিয়ে শুধুমাত্র শৈলেন মান্নার নামে করা নিয়ে সমালোচনা করছেন বিরোধীরা। হাওড়ার প্রাক্তন মেয়র ডঃ রথীন চক্রবর্তী জানান ২০১৫ সালে তৃণমূল পরিচালিত বোর্ডে মিটিং করে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছিল, ড্রেনেজ ক্যানেল রোড হাওড়ার ছ’জন বিশিষ্ট মানুষের নামে করার।

সেই বিজ্ঞপ্তি জারি করে কাজ করা হয়েছিল। কিন্তু বর্তমানে মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তাতে শৈলেন মান্না ছাড়া বাকিদের নাম মুছে যাবে। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত হাওড়ার মানুষের ভাবাবেগে আঘাত করবে। প্রশাসন সূত্রে খবর সম্ভবত আগামী বৃহস্পতিবার শৈলেন মান্না রোডের শিল্যান্যাস করবেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: সবার আগে এখন ধোনি, পিছনে ফেললেন অমিতাভ-শাহরুখকে…ওদিকে কোহলির আগে সৌরভ!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 





Source link