জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পূর্ব বর্ধমান থেকে এবার দার্জিলিং! বদলি করা হল আরজি কর আন্দোলনের অন্য়তম মুখ চিকিত্সক সুর্বণ গোস্বামীকে। কেন? তিনি বলেন, ‘বুঝে উঠতে পারছি না। কোথাও শাস্তির কথা লেখা নেই। তবে ওই যে হাসপাতালের পোস্ট, আমার পদমর্যাদার থেকে নিচু। আমার পদমর্যাদার অফিসারের ওখানে পোস্টিং হওয়ার কথা নয়’।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
পূর্ব বর্ধমানের জেলা স্বাস্থ্য দফতরের CMOH(2)পদে কর্মরত ছিলেন সুর্বণ। দার্জিলিংয়ের একটি টিবি সেনেটরিয়ামে বদলি করে দেওয়া হয়েছে তাঁকে। বস্তুত, সরকারি চিকিত্সকরা এক জায়গায় দীর্ঘদিন কাজ করার সুযোগও পান না। নির্দিষ্ট সময় অন্তর তাঁদের বদলি করা হয়। এক্ষেত্রে কি তেমনটাই হল? এটা কি রুটিন বদলি? সুর্বণের দাবি, এই সরকারের আমলে ৮ বার বদলি হয়েছেন তিনি। কিন্তু এই সরকারের পছন্দের লোকেরা একই জায়গায়, একই পদে ১৫-১৬ বছর রয়ে গিয়েছেন।
আরজি কাণ্ডে তখন উত্তাল গোটা রাজ্য। প্রতিবাদ-আন্দোলনে একবারে প্রথমসারিতে ছিলেন সুবর্ণ গোস্বামী। তিনি বলেন, ‘আরজি কাণ্ডে প্রতিবাদে সামিল হওয়ায়, নানারকম সমস্যার মধ্যে পড়তে হয়েছে। মিথ্যা অভিযোগের ভিত্তিতে লালবাজারে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে’। সঙ্গে হুঁশিয়ারি, ‘কেউ যদি ভেবে থাকেন এই বদলি করে বিচারের দাবিতে, অন্যায়ের প্রতিবাদে আন্দোলনকে দমিয়ে রাখা যাবে, তবে ভুল ভাবছেন। আন্দোলন আরও তীব্র হবে, আরও জোরালো হবে। মেরুদণ্ড সোজা রেখে, চোখে চোখ রেখে আন্দোলন চলবে’।
সুবর্ণের আরও বক্তব্য. ‘দুর্নীতি বা থ্রেট কালচারের বিরুদ্ধে যাঁরা সরব, তাঁরা রাষ্ট্রীয় দমন পীড়নের সম্মুখীন হচ্ছেন’। জানান, সংগঠনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন’।
আরও পড়ুন: IT Professional Death | New Town: প্রেসিডেন্সির মেধাবী ছাত্র! নিউটাউনের ৬ তলা অফিস থেকে পড়ে ‘রহস্যমৃত্যু’ সচ্ছ্বল-সফল IT কর্মীর…
আরও পড়ুন: Chitpur Crime: চিৎপুর কাণ্ডে নয়া মোড়! এগারোর নাবালিকার লেখা চাঞ্চল্যকর নোটে
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)