জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওডিআই ও সমসংখ্য়ক ম্য়াচের টি-২০ আই খেলতে এসেছে পাকিস্তান (Pakistan Tour Of Australia 2024-25)! অজিরা মেলবোর্নে প্রথম ওডিআই ২ উইকেটে জিতে যায়, এরপর অ্যাডিলেডে দ্বিতীয় ওডিআই, পাকিস্তান ৯ উইকেটে জিতে দারুণ ভাবে সিরিজে ফেরে। রবিবার পারথে চলছে তৃতীয় তথা সিরিজের শেষ ওডিআই। যে জিতবে সিরিজ তার।
আরও পড়ুন: কামিন্সকে তাতানোর পরিমাণ ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে গেলেন পাক নক্ষত্র…
অস্ট্রেলিয়া টস হেরে, প্রথমে ব্য়াট করে মাত্র ১৪০ রান গুটিয়ে যায় ৩২ ওভারের ভিতর! শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ আগুনে বোলিং করেছেন পারথে। তিন উইকেট করে তুলে নিয়েছেন তাঁরা। অজি ব্য়াটাররা দাঁড়াতেই পারেননি গতিতে ভরা পিচে। এদিন অস্ট্রেলিয়ার ইনিংসের ২৬ নম্বর ওভারে পাক নক্ষত্র বাবর আজম ক্রিকেটার থেকে ‘ডাক্তার’ হয়ে ওঠেন। তখন অ্য়াডাম জাম্পা ও সিন অ্য়াবট ছিলেন ক্রিজে।
অ্যাবট একটি রান নেন শাহিনের বলে। ডিপ থেকে বোলার শাহিনকে লক্ষ্য় করে ছোড়া বল আচমকাই লাফিয়ে শাহিনের বাঁ-হাতে বুড়ো আঙুলে লাগে। শাহিন সঙ্গে সঙ্গে হাঁটু মুড়ে বসে পড়েন। ফিডিয়োরা আসার আগেই বাবর আজম ছুটে আসেন। এসে শাহিনের আঙুলে মাসাজ করতে শুরু করে দেন। এই ভিডিয়ো রাতারাতি ভাইরালও হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া এক্স হ্য়ান্ডেলে Dr Babar is on the case ক্য়াপশনে ভিডিয়োটি পোস্ট করেছেন। বাংলায় তর্জমা করলে দাঁড়ায় ‘ডাক্তার বাবর আজম এখন ক্রিজে।’
আরও পড়ুন: জোড়া চমকে আগুনে স্কোয়াড অস্ট্রেলিয়ার, পারথে রোহিতদের অ্যাসিড টেস্ট নেবেন কারা?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)