NOW READING:
Bangladesh: ক্ষমতার লোভ না হাসিনাকে ভয়? ইউনূসের বাংলাদেশে নির্বাচনে নতুন রহস্য…
July 5, 2025

Bangladesh: ক্ষমতার লোভ না হাসিনাকে ভয়? ইউনূসের বাংলাদেশে নির্বাচনে নতুন রহস্য…

Bangladesh: ক্ষমতার লোভ না হাসিনাকে ভয়? ইউনূসের বাংলাদেশে নির্বাচনে নতুন রহস্য…
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি না–এ নিয়ে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিসহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলে নতুন করে সন্দেহ দেখা দিয়েছে। নির্বাচনের পদ্ধতি নিয়েই নতুন বিতর্কে পালটাপাল্টি অবস্থান নিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। নির্বাচনের পিছু ছাড়ছে না ‘সংশয়, সন্দেহ, অনিশ্চয়তা’। এখন আবার ওই শব্দগুলিই নতুন করে আলোচনায় আসছে নির্বাচন প্রশ্নে।

যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে গত ১২ই জুন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে শর্তসাপেক্ষে ফেব্রয়ারিতে নির্বাচন প্রশ্নে যৌথ ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার পর বিএনপি নেতাদের বক্তব্যে এমন ধারণা তৈরি হয়েছিলো যে, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে; নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারিতেই।

আরও পড়ুন:Coal Mine Collapsed: ধসে পড়ল কয়লাখনি! ভয়ংকর দুর্ঘটনায় আটকে বহু, মৃত…

বিএনপিসহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী তৎপরতাও শুরু করছে। এমনকি আওয়ামী লীগের শাসনের পতনের গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিও নির্বাচন সামনে রেখে সারা বাংলাদেশে পদযাত্রা, সমাবেশ-গণসংযোগের কর্মসূচি পালন করছে। কিন্তু এরপরও এখন ভোটের ব্যাপারে নতুন করে সন্দেহ, সংশয়ের কথা আসছে। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, বাংলাদেশের রাজনীতিকদের অনেকে এমন আশঙ্কা প্রকাশ করছেন।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা অবশ্য জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে বলেছেন, নির্বাচন প্রলম্বিত করার কোনো চিন্তা সরকারের ভেতরে নেই।

অন্যদিকে, বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জি ২৪ ঘণ্টাকে বলেছেন, তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, নির্বাচন প্রশ্নে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এখনো সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না। এরই মধ্যে এসেছে বাংলাদেশের জাতীয় নির্বাচন পদ্ধতির বিতর্ক। আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর নির্বাচনি ব্যবস্থা নাকি সরাসরি ভোট–এ নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান এখন দৃশ্যমান।

আরও পড়ুন:New Toll Rates: কেন্দ্রের এই ঘোষণায় হাঁফ ছেড়ে বাঁচবেন! কমে গেল টোল ট্যাক্স, দিতে হবে মাত্র…

বিএনপি এবং এর মিত্র কিছু রাজনৈতিক দল সংসদীয় আসনে সরাসরি ভোটের বিদ্যমান ব্যবস্থার পক্ষেই রয়েছে। কিন্তু জামায়াতসহ ইসলামপন্থি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও কিছু বামপন্থি দলও সংখ্যানুপাতিক হারে ভোট এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে সামনে এনেছে। আর এমন প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অবস্থান এখনো অস্পষ্ট।

একইসঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য বা পরস্পরবিরোধী অবস্থানের কারণে রাজনীতিতে অস্থিরতা এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
প্রশ্ন উঠছে, ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে কি না? এমনকি জাতীয় নির্বাচন হবে কি না, এ ধরনের আলোচনাও রয়েছে বাংলাদেশের রাজনীতিতে। এমনকি সাধারণ ভোটারদের সঙ্গে কথা বললে তাদেরও অনেকে এসব প্রশ্ন করেন। 
বাংলাদেশের ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে যে সব প্রস্তাব চূড়ান্ত হবে, সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে বাংলাদেশে জাতীয় নির্বাচন প্রলম্বিত করার কোনো চিন্তা অন্তর্বর্তী সরকারের নেই বলেও দাবি করেন তারা।

বাংলাদেশে জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের কোনো মীমাংসা সম্ভব হবে, এ ব্যাপার রাজনীতিকদেরই সন্দেহ আছে।
এছাড়া রাজনীতিকদেরই অনেকে বলছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রায় এক বছর হতে চললেও এখনো তাদের মধ্যে সমন্বয়ের ঘাটতি আছে। সমন্বিত পরিকল্পনা না হওয়ায় নানা ইস্যু সামনে আসছে এবং সমস্যা তৈরি হচ্ছে।
আর এ পরিস্থিতিই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link