NOW READING:
‘বন্ধু ট্রাম্প এবার শত্রু ভারতের’ ? করতে চলেছেন এই কাজ
December 18, 2024

‘বন্ধু ট্রাম্প এবার শত্রু ভারতের’ ? করতে চলেছেন এই কাজ

‘বন্ধু ট্রাম্প এবার শত্রু ভারতের’ ? করতে চলেছেন এই কাজ
Listen to this article


Indian Economy:  আশা পরিণত হতে পারে আশঙ্কায় ! ভারত (India) বন্ধু হিসাবে পরিচিত ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) হতে পারেন শত্রু। সম্প্রতি ট্রাম্পের এক ইন্টারভিউয়ের পরই প্রকাশ্যে এসেছে এই খবর। যা ভারতের অর্থনীতির জন্য খুব একটা সুখকর নয়। জানেন কি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ?

কী কারণে ভারতের চিন্তা বাড়াচ্ছেন ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, ভারত আমেরিকান কোম্পানিগুলির ওপর প্রচুর শুল্ক আরোপ করে। যার পাল্টা আমেরিকা ভারতের ওপর হাই ট্যাক্স নীতি চালু করবে। কিছু মার্কিন পণ্য আমদানির সময় ভারতের ওপর এই  শুল্ক আরোপ করার ইচ্ছে প্রকাশ করেছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেছেন, “এটি পারস্পরিক বিষয়। যদি ওরা আমাদের থেকে বেশি ট্যাক্স নেয়, তাহলে আমরা ওদের থেকে সম পরিমাণ ট্যাক্স নেব। বেশিরভাগ ক্ষেত্রে, ওরা আমাদের বেশি ট্যাক্স নিচ্ছে, কিন্তু আমরা ওদের সেই তুলনায় ট্যাক্স নিইনি।” 

ট্রাম্প  কী বলেছেন
চিনের সঙ্গে সম্ভাব্য বাণিজ্য চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, ভারত ও ব্রাজিলের মতো দেশগুলি কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপ করে।”পারস্পরিক’ শব্দটি আন্তর্জাতিক বামিজ্যে মূল বিষয়। ভারতের মতো দেশ যদি আমাদের কাছ থেকে 100% চার্জ নেয়, তাহলে তার বিনিময়ে আমরা কি কিছু নেব না? ওরা আমাদের সাইকেল পাঠায়, আমরাও তাদের সাইকেল পাঠাই।

এর জন্য ওরা আমাদের 100, 200 চার্জ করে। ভারত অনেক ট্যাক্স চার্জ করে। ব্রাজিলও একই কাজ করে। যদি তারা আমাদের চার্জ করতে চায়, তাহলে ঠিক আছে, আমরা তাদের ক্ষেত্রে একই চার্জ করব। ” ট্রাম্প মার-এ-লাগোতে একটি সংবাদ সম্মেলনে এই কথা বলেছেন।

এই বিষয়ে হোয়াইট হাউসের কী মত
এক প্রশ্নের জবাবে ট্রাম্পের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেছেন, “পারস্পরিক বোঝাপড়া হবে ট্রাম্প প্রশাসনের মূল বিষয়। আপনি আমাদের সঙ্গে যেভাবে আচরণ করবেন, আমারাও সেই দেখে ঠিক করব আপনার সঙ্গে কেমন আচরণ করা উচিত।”

কেন ট্রাম্পের এই হুঁশিয়ারি
বিশ্বের অর্থনৈতিক মানচিত্র বলছে, মার্কিন ডলার এখনও পর্যন্ত আন্তর্জাতিক ব্যবসায় সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা। অতীতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও টিকে আছে এই মুদ্রা। যদিও বর্তমান বিশ্বে অন্যান্য উন্নয়নশীল দেশগুলি বিশ্বব্যাপী অর্থনীতিতে আমেরিকার আধিপত্য নিয়ে বিরক্ত। সেই কারণেই আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মুদ্রা চাইছে উন্নয়নশীল দেশগুলি।

ঠিক কী বলেছেন ট্রাম্প
একটি ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন, “আমাদের এই দেশগুলির কাছ থেকে একটি প্রতিশ্রুতি প্রয়োজন। তারা যেন শক্তিশালী মার্কিন ডলার বদলের জন্য একটি নতুন ব্রিকস মুদ্রা তৈরি না করে। যদি তারা এই কাজ করে, তাহলে তারা 100% শুল্কের মুখোমুখি হবে। পাশাপাশি শক্তিশালী মার্কিন অর্থনীতিতে পণ্য বিক্রির বিষয় ভুলে যেতে হবে তাদের।”

SBI Scam Alert: সাবধান ! স্টেট ব্যাঙ্কের এই ভিডিয়ো দেখে বিনিয়োগ করছেন ? সতর্ক করল SBI

আরও দেখুন



Source link