প্রেসিডেন্ট হতেই প্রথমে ধাক্কা ! ‘ভয় পেলেন ট্রাম্প’ , আজ ছুটবে ভারতের বাজার ?

Estimated read time 1 min read
Listen to this article


Indian Stock Market: মার্কিন প্রেসিডেন্ট (US President) পদে শপথ নিতেই বড় ধাক্কা খেলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump Oath)। নিজের ‘প্রতিশ্রুতি’ থেকে সরতেই আমেরিকার অর্থনীতিতে বড় ঝটকা (US Economy)। যদিও ইউএসের ক্ষতিতে লাভবান (Profit) হবে ভারত ছাড়াও বিশ্ব অর্থনীতি ( Indian Economy)। আজ ছুটতে পারে ভারতের শেয়ার বাজার।

প্রথমেই বড় ধাক্কা

ট্রাম্প প্রেসিডেন্ট পদে শপথের দিনই পড়েছে মার্কিন ডলার। এক শতাংশেরও বেশি পড়েছে ইউএস ডলার। সেখানে ইউরোপের মুদ্রা ইউরো, চিনের ইউয়ান ছাড়াও সারা বিশ্বের মুদ্রা ওপরের দিকে উঠেছে। ভারতের রুপিও ডলারের তুলনায় শক্তিশালী হয়েছে। বিশ্ব অর্থনীতির বিশেষজ্ঞরা বলছেন, ডলার এই পতন অব্যাহত থাকবে আগামী দিনেও।

কেন ট্রাম্প আসতেই এই অবস্থা

এর পিছনে রয়েছে ট্রাম্পের এক প্রতিশ্রুতি। মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগে বিশ্বের অনেক দেশের ওপর আমদানি শুক্ল বাড়ানোর কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। যার ফলে দ্রুত বাড়তে থাকে ইউএস ডলার। দেখা যায়, বিশ্ব অর্থনীতির প্রায় সব মুদ্রাই এর ফলে ধাক্কা খায়। ডলারের তুলনায় পড়ে যায় ভারতের রুপিও। সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, নিজের সেই প্রতিশ্রুতি থেকে এখন পিছু হটেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই খবর প্রকাশ্য়ে আসতেই ডলার ধসতে শুরু করেছে।

ভয় পেয়েছেন ট্রাম্প  ?

মার্কিন অর্থনীতির বিশেষজ্ঞরা ট্রাম্পকে বুঝিয়েছেন, প্রথমেই বিভিন্ন দেশের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে দিলে তা দেশের অর্থনীতির জন্য ভাল হবে না। বরং উল্টো প্রতিক্রিয়া হতে পারে। বিশেষজ্ঞদের এই পরামর্শে আপাতত ট্যারিফ বৃদ্ধির পথ থেকে পিছু হটেছেন ট্রাম্প। 

ডলার শক্তিশালী হতেই বিশ্ব অর্থনীতিতে ঝটকা

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতেই দেখা যায়, ভারতের মুদ্রা প্রায় আড়াই শতাংশের বেশি পড়ে যায়। একই অবস্থা হয় অস্ট্রেলিয়ান ডলারের। ব্রাজিলের কারেন্সিতে ১০ শতাংশের বেশি ধস নামে। একই অবস্থা হয় ইউরো, ইউয়ান ছাড়াও অন্য দেশের মুদ্রার। সেই তুলনায় অনেকটাই কম পতন হয় রুপির। খোদ সেই কথা বলেছেন মোদি সরকারের অন্য়তম সমালোচক তথা প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর রঘুরাম রাজন।

ট্রাম্পের ওপর বিরক্ত…
বিশ্বের অর্থনৈতিক মানচিত্র বলছে, মার্কিন ডলার এখনও পর্যন্ত আন্তর্জাতিক ব্যবসায় সবচেয়ে বেশি ব্যবহৃত মুদ্রা। অতীতে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েও টিকে আছে এই মুদ্রা। যদিও বর্তমান বিশ্বে অন্যান্য উন্নয়নশীল দেশগুলি বিশ্বব্যাপী অর্থনীতিতে আমেরিকার আধিপত্য নিয়ে বিরক্ত। সেই কারণেই আন্তর্জাতিক বাণিজ্যে নতুন মুদ্রা চাইছে উন্নয়নশীল দেশগুলি।

ঠিক কী বলেছিলেন ট্রাম্প
একটি ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছিলেন, “আমাদের এই দেশগুলির কাছ থেকে একটি প্রতিশ্রুতি প্রয়োজন। তারা যেন শক্তিশালী মার্কিন ডলার বদলের জন্য একটি নতুন ব্রিকস মুদ্রা তৈরি না করে। যদি তারা এই কাজ করে, তাহলে তারা 100% শুল্কের মুখোমুখি হবে। পাশাপাশি শক্তিশালী মার্কিন অর্থনীতিতে পণ্য বিক্রির বিষয় ভুলে যেতে হবে তাদের।” এরপরই শক্তিশালী হয়ে ওঠে মার্কিন ডলার।

আজ বাজারে গতি..

ট্রাম্প ট্যারিফ বাড়ানোর নীতি থেকে পিছু হটতেই এখন গতি বাড়াতে পারে ভারতের শেয়ার বাজারে। আগেকার মতো স্বাভাবিক ছন্দে ফিরতে পারে ভারতের অর্থনীতি। যার অনেকটাই এখন শেয়ার বাজারের ওপর নির্ভর করবে। 

আরও পড়ুন : Viral Monalisa : সিনেমায় নামছেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা ? আসছে অপহরণের হুমকি !

আরও দেখুন



Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours