<p>ABP Ananda Live: নেই অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন, ডোমজুড় হাসপাতালে বিক্ষোভ। বেশ কিছু ধরেই মিলছে না ভ্যাকসিন, অভিযোগ রোগীর পরিজনদের। প্রতিবাদে ডোমজুড় হাসপাতালে রোগীর পরিজনদের বিক্ষোভ। স্টকে ভ্যাকসিন না থাকায় দেওয়া যাচ্ছে না, দাবি হাসপাতালের। অ্যান্টি র‍্যাবিস ভ্যাকসিন নিয়ে শীঘ্রই সমস্যার সমাধান আশ্বাস। </p>
<p> </p>
<p><strong>অমানবিক ! হাসপাতালে বমি করে ফেলেছিল অসুস্থ দুধের শিশু, সেই বমি মোছানো হল বাবাকে দিয়েই !</strong></p>
<p>অমানবিক ! অসুস্থ শিশু বমি করে ফেলায় তার বাবাকে দিয়ে তা পরিষ্কার করানো হল হাসপাতালে। নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ঘটনায় শোরগোল পড়ে গেছে। বাবাকে দিয়ে শিশুর বমি পরিষ্কারের সেই ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral Post) হয়ে গেছে। ৫ বছরের অসুস্থ শিশু বমি করে ফেলায় হাসপাতালে এই ‘শাস্তি’-তে নিন্দায় সরব হয়েছে বিভিন্ন মহল। হাসপাতালে কোনও সুইপার না থাকার কথা বলে বাবাকে দিয়ে বমি পরিষ্কার করানো হয় বলে অভিযোগ।</p>
Source link
নেই অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন, ডোমজুড় হাসপাতালে বিক্ষোভ
