পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়া রাজনীতির পরিসরে বসন্ত উৎসবে আবির মেখে নৃত্যে পা মেলালেন রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জোৎস্না মান্ডি। বাঁকুড়ার মুকুটমণিপুরে আজ অনুষ্ঠিত হল পলাশ উৎসব। বিগত বছর গুলির ন্যায় মুকুটমণিপুরের পলাশ উৎসবে এদিন পলাশে-আবিরে রঙিন হয়ে উঠে। রাজনীতির পাশাপাশি সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা গেল রাজ্যের খাদ্য দফতরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে।
এদিন বসন্তের আবির মেখে রীতিমতো নৃত্যের তালে তালে পা মেলালেন জ্যোৎস্না মান্ডি। মন্ত্রী ছাড়াও এদিনের পলাশ উৎসবে উপস্থিত ছিলেন খাতড়ার এসডিও চিকিৎসক শুভম মৌর্য্য-সহ অন্যান্য প্রশাসনের কর্তারা। মুকুটমণিপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে খাতড়া মহকুমা প্রশাসনের সহযোগিতা বসন্তের নাচে-গানে মাতেন এলাকার শিল্পীরা। উৎসব ঘিরে প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন,পর্যটকদের বাড়তি পাওনা ছিল এদিনের এই পলাশ উৎসব। একে অপরকে রাঙিয়ে তুলেন উপস্থিত সকলেই।
মন্ত্রী জোৎস্না মান্ডি বলেন, ‘সবাইকার একটা ব্যক্তিগত জীবন আছে।’ তাই আজ সব ভুলে সাধারণ মানুষের সাথে বসন্তের আবিরের রঙিন হয়ে উৎসবে পা মেলালেন, বলে জানিয়েছেন। বাঁকুড়া জেলার বাইরে থেকে আসা পর্যটকেরাও মুকুটমণিপুরের এই বসন্ত উৎসবে সামিল হতে পেরে খুব উচ্ছ্বসিত।
আরও পড়ুন, আজ ১৪ মার্চ, নন্দীগ্রাম দিবসে আলাদা সভা বিজেপি-তৃণমূলের
আরও দেখুন