জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মালিককে বাঁচাতে প্রাণপণ লড়াই। বাঘের সঙ্গে লড়াই! তবুও সেই লড়াই লড়ে গেল প্রভুভক্ত কুকুর। যদিও অসম সেই লড়াইয়ের সমাপ্তি হল প্রিয়জনকে হারানোর মধ্যে দিয়েই। বাঘের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হল জার্মান শেফার্ডের। নিজের জীবন দিয়ে মালিককে বাঁচাল সে।
বেদনাদায়ক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সাতনা জেলায়। ঘটনাটি ঘটে বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পে। শিবম বাদগাইয়া বলে ওই ব্যক্তি তাঁর পোষ্য জার্মান শেফার্ডকে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে ছিলেন। সেইসময় পাশের বন থেকে বেরিয়ে আসা একটি বাঘ শিবমকে টার্গেট করে। সঙ্গে সঙ্গে মালিককে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে জার্মান শেফার্ডটি। জোরে জোরে ডাকতে শুরু করে সে। প্রথমে পাত্তা না দিলেও, তারপর বাঘটির নজর পড়ে জার্মান শেফার্ডটির উপর।
আতঙ্কের সেই অভিজ্ঞতা তুলে ধরেছেন শিবম। তিনি বলেন, বাঘটা ঝাঁপিয়ে পড়ে আমার জার্মান শেফার্ডের ঘাড় কামড়ে ধরে। তারপর গ্রামের বাইরে নিয়ে যেতে চায়। প্রাণপণ বাধা দেয় আমার জার্মান শেফার্ড। শেষে বাঘটি ওকে ছেড়ে দিয়ে বনে ফিরে যায়। সঙ্গে সঙ্গেই আহত, জখম জার্মান শেফার্ডটিকে নিয়ে পশু চিকিৎসালয়ে ছুটে যান। কিন্তু ক্ষত ও রক্তক্ষরণের জেরে এর কয়েক ঘণ্টা পরই প্রাণ হারায় জার্মান শেফার্ডটি।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আরও পড়ুন, Electrocuted Death: রথ সাজাচ্ছিলেন ৪ জন! আচমকা পর পর পড়লেন মাটিতে, মৃত্যু! শকিং ভিডিয়ো…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)