NOW READING:
Saif Ali Khan Stabbed: বরাত জোরে বাঁচলেন সইফ, ‘ছুরিটা আর একটু গভীরে গেলেই…!’
January 17, 2025

Saif Ali Khan Stabbed: বরাত জোরে বাঁচলেন সইফ, ‘ছুরিটা আর একটু গভীরে গেলেই…!’

Saif Ali Khan Stabbed: বরাত জোরে বাঁচলেন সইফ, ‘ছুরিটা আর একটু গভীরে গেলেই…!’
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অভিনেতা সইফ আলি খানকে আইসিইউত থেকে বের করে আনা হয়েছে। হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে, অভিনেতা এখন সুস্থ আছেন। বুধবার মধ্য়রাতে অভিনেতার বাড়ি ঢুকে এলোপাথাড়ি কোপ মারে এক দুষ্কৃতি। ছয় কোপে মুহূর্তে রক্তে ভাসতে থাকেন সইফ।  ঘটনায় অভিনেতার মেরুদণ্ডে ২.৫ ইঞ্চির ছুরি আটকে যায়। পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর অভিনেতার মেরুদণ্ড থেকে ছুরিটি বের করে আনা হয়।

লীলাবতী হাসপাতালের ডাঃ নিতিন নারায়ণ ডাঙ্গে জানিয়েছেন, ‘সইফ আলি খান এখন ভালো আছেন। এখন তিনি ভালোভাবে হাঁটতে পারছেন। এখন তাঁর কোনও অসুবিধা নেই।’ তিনি আরও জানিয়েছেন যে, অভিনেতাকে এখন আইসিইউ থেকে বিশেষ রুমে স্থানান্তরিত করা হয়েছে। মেরুদণ্ডে আঘাতের কারণে অন্তত এক সপ্তাহ বেশি কেউ তাঁর সঙ্গে দেখা করতে পারবে না। এতে সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু প্যারালাইসিস হওয়ার কোনও ঝুঁকি নেই।

লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার নীরজ উত্তমানি বলেছেন, সইফ আলি খান হাসপাতালে তাঁর ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে ‘সিংহের মত’ ঢুকেছিলেন। এমনকি হাসপাতালে ঢুকে তিনি কোনও স্ট্রেচার ব্যবহার করেননি।

তিনি আরও জানান, হাসপাতালে আসার সময় অভিনেতা রক্তে ভিজেছিলেন। কিন্তু তিনি সিংহের মতো হেঁটেছিলেন। তিনি একজন ‘আসল নায়ক’। তিনি খুবই ভাগ্যবান। কিন্তু  ছুরিটি যদি আর ২ মিমি গভীরে ঢুকত তাহলে বড়সড় বিপদ হতে পারত।

আরও পড়ুন:Konnagar: মহিলার অশ্লীল ছবি তুলে গ্রেফতার ঝালমুড়ি বিক্রেতা! যোগ বাম শিবিরের…

অন্যদিকে, ঘটনার প্রায় ৩৩ ঘণ্টা পরে এক সন্দেহভাজনকে আটক করেছে মুম্বই পুলিস। সইফের উপর হামলার কয়েক ঘণ্টা পর বান্দ্রা স্টেশনে দেখা যায় সইফের হামলাকারীকে। 

প্রশাসনের আরও অনুমান, সইফের বাড়ি থেকে বেরিয়ে আততায়ী সম্ভবত পোশাক বদলে নেয়। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই আক্রমণকারীর খোঁজ পায় পুলিস। সেই সময় আততায়ী ইতস্তত সেখানে ঘুরছিল বলে জানা গিয়েছিল। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিসের। এরপরেই আটক করা হয় তাকে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। 

তদন্তে জানা যায়, আততায়ী সইফের ঘরে নয়, তাঁর ছোট ছেলে জেহ-র ঘরে ঢুকছিল। সেই সময় পরিচারিকা দেখে ফেলেন। চিৎকার করতেই তাঁকে ইশারা চুপ করতে বলে হামলাকারী। এমনকী ১ কোটি টাকার দাবি করে। পরিচারিকা তাঁকে বাধা দিলে সে ছুরির কোপ মারে। চিৎকার শুনে বেরিয়ে আসেন সইফ। হামলাকারীকে বাধা দিলে, সইফের উপরে ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি কোপ মারে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link