জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলা নিয়ে তদন্তের দাবি! তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন এক আইনজীবীর। আইনজীবীর সেই আবেদন শুনল-ই না শীর্ষ আদালত (Supreme Court refuses PIL on Pahalgam attack)। পত্রপাঠ খারিজ করে দিল তদন্তের দাবিতে করা মামলা। সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনা, “সেনার মনোবল ভেঙে যেতে পারে, এমন কোনও কাজ করবেন না। এটা অত্যন্ত স্পর্শকাতর একটা বিষয়।” বলাই বাহুল্য যে, পহেলগাঁও হামলা (Pahalgam Terror Attack) নিয়ে মামলা করে সুপ্রিম তোপে আইনজীবী।
পহেলগাঁও হামলা, জঙ্গিদের গণহত্যা
২২ এপ্রিল। দুপুর আড়াইটে। কাশ্মীরের পহেলগাঁওয়ে ‘মিনি সুইৎজারল্যান্ড’ নামে খ্যাত বৈসরণ উপত্যকায় তখন পর্যটকদের ভিড়। ভূ-স্বর্গের সৌন্দর্য চেটেপুটে উপভোগ করছেন দেশবিদেশ থেকে আসা পর্যটকরা। সেইসময়ই আচমকা পাইনের জঙ্গল ফুঁড়ে উপত্যকায় ‘আবির্ভাব’ হয় ৪ জন সশস্ত্র জঙ্গির। শুরু হয় ধর্ম যাচাই করে একে একে পর্যটকদের গুলি করে খুন! হত্যালীলা চলে বৈসরণ উপত্যকায়। সবুজ গালিচায় ঢাকা বৈসরণ উপত্যকা তখন রক্তে লাল। মাঠের এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তখন পর্যটকদের নিথর দেহ। ‘কলমা’ পড়তে না পারায় ২ বিদেশি পর্যটক সহ মোট ২৬ জন পর্যটককে গুলি করে খুন জঙ্গিরা।
পুলওয়ামার পরবর্তী সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা
২০১৯ সালে পুলওয়ামা হামলার পর সাম্প্রতিক অতীতে সবচেয়ে ভয়াবহ জঙ্গি হামলা ঘটে পহেলগাঁওয়ে। সারা বিশ্বজুড়ে এই পহেলগাঁও হামলায় নিন্দার ঝড় উঠেছে। এখন সুপ্রিম কোর্টের কাছে করা আবেদনে পাহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় সন্ত্রাসবাদীদের হামলার পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানানো হয়।
মামলা দায়ের করার আগে দায়িত্বশীল হোন: সুপ্রিম কোর্ট
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট বিচার বিভাগীয় তদন্তের দাবিতে করা সেই আবেদন গ্রহণ করতে অস্বীকার করে স্পষ্ট জানায় যে, এই ধরনের পদক্ষেপ সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবে। আবেদনকারীর তীব্র সমালোচনা করে সুপ্রিম কোর্ট এও বলে যে, এই ধরনের আবেদন দাখিল করার আগে বিষয়টির “সংবেদনশীলতা” খতিয়ে দেখা উচিত ছিল। বিচারপতি সূর্য কান্ত বলেন, “এই ধরনের জনস্বার্থ মামলা দায়ের করার আগে দায়িত্বশীল হোন। আপনার দেশের প্রতিও আপনার কিছু দায়িত্ব আছে। এটি এমন একটি গুরুত্বপূর্ণ সময় যখন প্রত্যেক ভারতীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একজোট হয়েছে। তাই সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবেন না। বিষয়টির সংবেদনশীলতা দেখুন।”
শীর্ষ আদালতের তীব্র তিরস্কার
রীতিমতো ভর্ৎসনার সুরে বিচারপতি বলেন,”আমরা কবে থেকে তদন্তের দক্ষতা অর্জন করেছি? আপনি একজন অবসরপ্রাপ্ত সুপ্রিম কোর্টের বিচারককে তদন্ত করতে বলছেন! তাঁরা কেবল বিচার করতে পারেন। আমাদের আদেশ দিতে বলবেন না।” উল্লেখ্য, জঙ্গি হামলার পর থেকেই গোটা কাশ্মীর জুড়ে অভিযুক্তদের খোঁজে চিরুনি তল্লাশি চালাচ্ছে সেনা ও পুলিস। ইতিমধ্যেই বান্দিপোরায় নিহত হয়েছে এক শীর্ষ জঙ্গি। উড়িয়ে দেওয়া হয়েছে পহেলগাঁও হামলায় জড়িত জঙ্গির বাড়িও।
পহেলগাঁও হামলায় কড়া ভারত
প্রসঙ্গত, কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়ংকর, ভয়াবহ, ন্যক্কারজনক জঙ্গিহামলার পরই সন্ত্রাসদমনে কড়া, কঠোর মনোভাব নিয়েছে ভারত সরকার। একদিকে যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসদমনে ৩ সেনাপ্রধানকে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, তেমনই জঙ্গি হামলার পিছনে পাক যোগের প্রমাণ মেলার পরই পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া ও কঠোর কূচনৈতিক অবস্থান নিয়েছে। যারমধ্যে আটারি সীমান্ত বন্ধ করা, পাক নাগরিকদের ভিসা বাতিল থেকে রয়েছে ১৯৬০ সালের সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা। নবতম সংযোজন পাক বিমানের জন্য ভারতীয় আকাশসীমাও বন্ধ ঘোষণা করা।
আরও পড়ুন, India Pakistan Tension: ভারতে পরমাণু হামলার হুমকি পাকিস্তানের! প্রথম টার্গেট হতে পারে কোন কোন শহর, সম্ভাব্য নিরাপদ এলাকা-ই বা কোনগুলো…
48 Tourist Spots Closed In Jammu-Kashmir: সক্রিয় স্লিপার সেল, ফের হতে পারে ‘টার্গেট কিলিং’! জম্মু-কাশ্মীরে বন্ধ ৪৮ পর্যটন কেন্দ্র…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)