# Tags
#Blog

জালিয়াতির শিকার জনপ্রিয় বলি-নায়িকার বাবা, সরকারি চাকরির ফাঁদে খোয়ালেন ২৫ লক্ষ টাকা

জালিয়াতির শিকার জনপ্রিয় বলি-নায়িকার বাবা, সরকারি চাকরির ফাঁদে খোয়ালেন ২৫ লক্ষ টাকা
Listen to this article


Disha Patani: বলিউডের বিখ্যাত অভিনেত্রী দিশা পাটানির বাবা জগদীশ সিং পাটানি বড়সড় জালিয়াতির শিকার। ৫ জন জালিয়াতের একটি দল দিশা পাটানির (Disha Patani) বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাঁকে সরকারি কমিশনের একটি উচ্চপদে চাকরি (Employment Fraud) করিয়ে দেবেন। আর এই মিথ্যে প্রতিশ্রুতির ফাঁদেই পড়েন জগদীশ পাটানি। ২৫ লক্ষ টাকা খোয়ালেন তিনি। গতকাল শুক্রবার ১৫ নভেম্বর বেরিলি কোটওয়ালি থানায় এফআইআর দায়ের করেছেন জগদীশ পাটানি (Jagadish Singh Patani), অবসরপ্রাপ্ত ডেপুটি এসপি জগদীশ সিং পাটানিই এবার জালিয়াতির শিকার। ঘটনা কী ?

অভিযোগে জগদীশ পাটানি জানাচ্ছেন শিবেন্দ্র প্রতাপ সিং নামের এক ব্যক্তি অন্য আরও দুই ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় করিয়ে দিয়েছিলেন যাদের নাম ছিল যথাক্রমে দিবাকর গর্গ এবং আচার্য জয়প্রকাশ। এই অভিযুক্তরা দাবি করছেন যে তাদের দারুণ রাজনৈতিক মহলে যোগাযোগ রয়েছে এবং তারা নাকি জগদীশকে সরকারি কমিশনে ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান কিংবা সমতুল উচ্চপদে চাকরি করিয়ে দিতে পারেন। আর এই প্রতিশ্রুতি দিয়েই জগদীশ পাটানির কাছ থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন সেই দুই ব্যক্তি।

৫ লক্ষ টাকা নগদে দেওয়া হয়েছিল, ২০ লক্ষ অ্যাকাউন্টে

জগদীশ পাটানিকে সেই দুই ব্যক্তি জানিয়েছিলেন যে ৫ লক্ষ টাকা নগদে দিতে হবে তাঁকে এবং বাকি ২০ লক্ষ টাকা আলাদা আলাদা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভাগ করে করে পাঠাতে হবে। এমনকী তারা জগদীশকে প্রতিশ্রুতিও দিয়েছিলেন যে কাজ একান্ত না করা গেলে তিন মাসের মধ্যে সেই টাকা ফেরতও দিয়ে যাবেন। কিন্তু যখন তাঁর টাকা ফেরত চাইতে গেলেন জগদীশ পাটানি, তাঁকে সেই দুই ব্যক্তি হুমকি দিতে শুরু করেন।

মামলা দায়ের হয়েছে

পিটিআই সংবাদসংস্থার বক্তব্য অনুসারে, কোটওয়ালি থানার পুলিশ ইন চার্জ ডিকে শর্মা জানিয়েছেন যে শিবেন্দ্র প্রতাপ সিং, দিবাকর গর্গ এবং আচার্য জয়প্রকাশের নামে প্রতারণা, হুমকি এবং জালিয়াতির অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে পুলিশের তরফে এবং গ্রেফতারের পর উপযুক্ত আইনি পদক্ষেপ করা হবে তাদের বিরুদ্ধে।

সম্প্রতি দিশা পাটানির নতুন ছবি মুক্তি পেয়েছে ‘কঙ্গুভা’ নামে, দক্ষিণী তারকা সূর্যর সঙ্গে তিনি প্রথম তামিল ছবিতে অভিনয় করতে শুরু করলেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Salman Khan: তাঁকে নিয়ে মিথ্যাচার! প্রকাশ্য মঞ্চে কোটিপতি ব্যবসায়ীকে সমঝে দিলেন সলমন

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal