নয়াদিল্লি: মাত্র দিন দশেক আগে দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রিমিয়ার লিগ, নেশনস লিগ জয়ের পর বিয়ে, সময়টা দিয়োগো জোটার (Diogo Jota) পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ছিল। কিন্তু এক লহমায় বদলে গেল সবটা। বৃহস্পতিবার ভোররাতে পর্তুগাল বর্ডারের কাছাকাছি স্পেনের জামোরা জেলায় গাড়ি দুর্ঘটনায় জোটা এবং তাঁর ভাই আন্দ্রে সিলভা প্রয়াত হন। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা বিশ্ব।
লিভারপুল তথা পর্তুগাল জাতীয় দলের তারকা ফুটবলারের মৃত্যুতে গোটা বিশ্বজুড়ে তারকারা নিজেদের শোকপ্রকাশ করেছেন। দিনকয়েক আগে যে সতীর্থ তাঁর পাশে দাঁড়িয়ে নেশনস লিগ জিতেছিলেন, তিনি আর নেই। খবরটা বিশ্বাসই করতে পারছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। নিজের সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো লেখেন, ‘কোনও মানে খুঁজে পাচ্ছি না। এই তো তুমি আমার সঙ্গে জাতীয় দলের হয়ে খেলছিল, এই তোমার বিয়ে হল। তোমার পরিবার, স্ত্রী এবং সন্তানদের জন্য আমি শোকার্ত। ওদের ঈশ্বর শক্তিপ্রদান করুন। আমি জানি তুমি সবসময় ওদের পাশে থাকবে। দিয়োগো ও আন্দ্রে, শান্তিতে বিশ্রাম নাও। আমরা সকলে তোমায় মিস করব।’
লিওনেল মেসি (Lionel Messi) নিজের সোশ্যাল মিডিয়ায় ‘QEPD’ লেখেন। স্প্যানিশ থেকে এর অনুবাদ করলে দাঁড়ায়, ‘শান্তিতে বিশ্রাম নাও।’ ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তনী তথা লিভারপুলের চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সমর্থক যুবরাজ সিংহ (Yuvraj Singh) সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘দিয়োগো চলে গিয়েছে এটা বিশ্বাস করা কঠিন। ও মাঠে নেমে প্রতিবার খেলাটাকে প্রাণবন্ত করে তুলত। সর্বসেরাদের অন্যতম ও। ওর পরিবারকে এই সময়ে আমার তরফে সমবেদনা। কেবল দিয়োগো নয়, ওর ভাইকেও এই দুর্ঘটনায় হারানোর যন্ত্রণাটা কল্পনাতীত। যারা ওকে চিনত এবং ভালবাসত তাদের শক্তি দাও।’


২০২০ সালে লিভারপুলের কোচ থাকাকালীন য়ুর্গেন ক্লপ (Jurgen Klopp) জোটাকে উলভস থেকে দলে সই করান। জার্মান কিংবদন্তি কোচ এই ঘটনায় ভাষা হারিয়ে ফেলেছেন। ‘এইরকম মুহূর্তে আমি একেবারেই ভাল নই। হয়তো এর মহৎ কোনও উদ্দেশ্য রয়েছে, তবে সেটা আমি অন্তত দেখতে পাচ্ছি না। দিয়োগো এবং ওর ভাইয়ের মৃত্যুতে আমি শোকার্ত। দিয়োগো ভাল ফুটবলারের পাশাপাশি একজন ভাল বন্ধু, ভাল স্বামী ও বাবা ছিল। আমরা সকলে তোমায় মিস করব। রুট (জোটার স্ত্রী), সন্তান, ওর পরিবার, বন্ধুবান্ধব ও যারা ওকে ভালবাসে তাদের প্রতি সমবেদনা। অনেক ভালবাসা।’ লেখেন ক্লপ।