কমলাক্ষ ভট্টাচার্য: সংসার জীবনে প্রবেশ করছেন দিলীপ ঘোষ। আর তাতেই দানা বেঁধেছে বিতর্ক। মাথাচাড়া দিয়েছে প্রশ্ন। যদিও বিজেপি নেতার সাফ বক্তব্য়, ‘এই সিদ্ধান্তের পেছনে দুই মহিলা। আমার গর্ভধারিনী মা। মাকে দেখার লোক চাই। আর যিনি আসছেন তাকে দেখারও লোক চাই। প্রচুর মানুষ শুভেচ্ছা জানাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। পার্টি কর্মীদের ডাকতে পারিনি। অনেকে চলে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞ।’
আরও পড়ুন, Dilip Ghosh Marriage: আডবাণী, বাজপেয়ীরা করেননি! ‘নিয়ম ভেঙে’ই কি ছকভাঙা বিয়েতে RSS-র ‘প্রচারক’ দিলীপ ঘোষ? জোর চর্চা…
দিলীপ ঘোষ আরও বলেন, ‘রাতে ২০ জনের মেনু। মাছের ঝোল। ডাল। সবজী। কাল আমার জন্মতিথি। ইকোপার্কে বন্ধুরা সেলিব্রেট করবে। মিষ্টি খাওয়া হবে জন্মদিনে। দুপুরে দমদমে মিছিল আছে। সন্ধেয় খড়গপুরে যাব। আমি ঘরে বসে থাকতে পারি না। আমি সিনেমা দেখাতে বা ফুচকা খাওয়াতে বা শপিংমলে নিয়ে যেতে পারব না। লোকে যা দেয় জামাকাপড় তাই পরি। শিবপ্রকাশজী আমার বন্ধু। উনি ফোন করে শুভেচ৳ছা জানিয়েছেন।’
আরও পড়ুন, Dilip Ghosh Marriage | Mamata Banerjee: বিয়ের দিনই নিউটাউনে পাত্র দিলীপের কাছে পৌঁছে গেল মমতার ফুল-মিষ্টি!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)