NOW READING:
দিলীপের বিয়েতে খুশি মদন, বললেন, ‘বিয়েবাড়ি যাব বলে একদম প্রস্তুত..’ !
April 18, 2025

দিলীপের বিয়েতে খুশি মদন, বললেন, ‘বিয়েবাড়ি যাব বলে একদম প্রস্তুত..’ !

দিলীপের বিয়েতে খুশি মদন, বললেন, ‘বিয়েবাড়ি যাব বলে একদম প্রস্তুত..’ !
Listen to this article


কলকাতা: আজ বিজেপির বর্ষীয়ান নেতা দিলীপ ঘোষের বিয়ে। বাড়ি থেকে নেট দুনিয়ায় একের পর এক শুভেচ্ছা বার্তার বন্যা। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই দলীয় কর্মীরা তো বটেই, শাসকদলের শীর্ষনেতা কর্মী থেকেও আসছে শুভেচ্ছা বার্তা। শুভেচ্ছা জানিয়েছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। রাজনৈতিক মতবিরোধ পাশে রেখে আজ মন খুললেন শাসকদলের হেভিওয়েট মদন মিত্রও। একদম নিজের স্টাইলে জানালেন শুভেচ্ছা বার্তা।

আরও পড়ুন, শোনালেন মেরি ইয়ার কি শাদি হ্যায়, দিলীপ ঘোষের বিয়ের খবরে মিষ্টি বিলি তৃণমূল নেতার

এদিন মদন মিত্র একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, সঙ্গ থেকে সংসার। দুটোর আগেই কিন্তু সং রয়েছে। সেই জন্য আমরা বলি, বেশি সংযমী হলে, হয় সং , নয়তো যমের শিকার হয়ে যায়। সংসার মানে দিলীপ বাবু, সং সেজে থাকাই যেখানে সার ! সেটাই হল সংসার। ও লাভলি ! I am really happy. আমাকে দেখুন , আমি কিন্তু বিয়েবাড়ি যাব বলে একদম প্রস্তুত। বলে নিজের সাজগোজ দেখালেন মদন মিত্র। এরপর ‘কালারফুল বয়’ হাসিমুখে শোনালেন কবিতা। ‘চাদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে ? বাড়িতে আছে হুলো বেড়াল, কোমর বেঁধেছে। আজ আমাদের সোনামণির বে। প্রহর শেষের আলোয় রাঙা, সেদিন চৈত্র মাস। তোমার চোখে দেখেছিলাম, আমার সর্বনাশ।’

আরও দেখুন



Source link