NOW READING:
শোনালেন মেরি ইয়ার কি শাদি হ্যায়, দিলীপ ঘোষের বিয়ের খবরে মিষ্টি বিলি তৃণমূল নেতার
April 18, 2025

শোনালেন মেরি ইয়ার কি শাদি হ্যায়, দিলীপ ঘোষের বিয়ের খবরে মিষ্টি বিলি তৃণমূল নেতার

শোনালেন মেরি ইয়ার কি শাদি হ্যায়, দিলীপ ঘোষের বিয়ের খবরে মিষ্টি বিলি তৃণমূল নেতার
Listen to this article


কলকাতা: আজ দিলীপ ঘোষের বিয়ে (Dilip Ghosh Marriage)। আর এদিকে বিজেপির এই বর্ষীয়ান নেতার বিয়ের খবরে মিষ্টি বিলি করলেন তৃণমূল নেতা কীর্তি আজাদ (TMC Leader Kirti Azad)। এদিকে গত লোকসভা ভোটে তিনিই দিলীপের বিরুদ্ধে ভোটযুদ্ধে নেমেছিলেন। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সেসময় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে হারালেও, আজ পুরোপুরিই অন্য আঙ্গিকে ধরা দিলেন শাসকনেতা কীর্তি আজাদ। রাজনৈতিক প্রতিদ্বন্দিতাকে দূরে সরিয়ে রেখে এদিন তাঁর মুখেই শোনা গেল, ‘মেরি ইয়ার কি শাদি হ্যায়..’! মিষ্টি বিতরণ করছেন নিজের বাড়িতে।

আরও পড়ুন, ধুলিয়ানে বাবা-ছেলেকে খুনে গ্রেফতার বেড়ে ৩, ধৃতদের মধ্যে কজন বাংলাদেশি আছে? প্রশ্ন বিরোধীদের !

এদিন দিলীপ ঘোষকে আন্তরিকভাবে শুভকামনা জানিয়েছেন শাসকনেতা কীর্তি আজাদ। বলেছেন, ‘আশা করব, ওনার বৈবাহিক জীবন দীর্ঘতর হবে।  ভাল হবে। দুই জনেরই দীর্ঘ আয়ু কামনা করি। আর আশা করব যে, একবার যখন অর্ধা ঙ্গিনী যখন ঘরে এসে গেছেন, সীতারাম বলা শুরু করবেন। জয় জয় সীতারাম। নিমন্ত্রণ পেয়েছেন কিনা প্রশ্ন করতেই কীর্তি আজাদ বলেন, এখনও অবধি নিমন্ত্রণ আসেনি। এলে অবশ্যই যাবো। আশেপাশে যত ফুল পাবো , সব নিয়ে যাব। মিষ্টিও নিয়ে যাব।’

 

আরও দেখুন



Source link