
গোধূলিলগ্নে ৪ হাত এক হল। শুভদৃষ্টির পর, বৈশাখী সন্ধ্যায় পরালেন মালা। বিজেপির মহিলা মোর্চার নেত্রী, রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন দিলীপ ঘোষ।

বিয়ের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেছেন, আমি মিডিয়ার মাধ্যমে আমার সমস্ত শুভাকাঙ্খিকে, ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের শুভেচ্ছা, আশীর্বাদ কাম্য।’

তিনি বলেন,’ যাতে পারিবারিক জীবনের দায়িত্ব, খুব ভালভাবে পালন করতে পারি, পরিবারের সেবা, সমাজের সেবা, দেশের সেবা, সব সেবা যেনও করতে পারি।এবং বিধির বিধানকে যেনও সফল করতে পারি, সেই আশীর্বাদ সবার থেকে চাই।’

তিনি শিরোনামে আসেন তাঁর গরম গরম ভাষণের জন্য। সেই দিলীপ ঘোষ এবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে। পাত্রী হলেন দক্ষিণ কলকাতায় বিজেপির মহিলা মোর্চার নেত্রী, রিঙ্কু মজুমদার।

বৃহস্পতিবার বিকেলে কলকাতায় যখন আকাশ কালো করে ঝড় উঠেছে, তখন বঙ্গ রাজনীতিতে ঝড় তুলল একটা বিয়ের খবর! যে সে বিয়ে নয়! পাত্র কে? দিলীপ ঘোষ!

রাজ্য়ের সফলতম বিজেপি সভাপতির জীবনে বাজল বিয়ের সানাই!সঙ্ঘ থেকে এবার সংসারে! এদিন তেষট্টিতে নতুন ইনিংস শুরু করলেন দিলীপ ঘোষ!

পাত্রী ৪৭ বছর বয়সী রিঙকু মজুমদার। দঃ কলকাতার বিজেপির মহিলা মোর্চার নেত্রী। শুক্রবার, নিউাউনে দিলীপ ঘোষের বাড়িতে চারহাত এক হয়েছে।

দিলীপ ঘোষের মর্নিং ওয়াকের ছবি রাজ্য়বাসীর কাছে নতুন নয়। প্রতিদিন মর্নিং ওয়াকের পর, গরমাগরম আক্রমণ শানান তিনি।

ঘনিষ্ঠমহল সূত্রে খবর, সেই মর্নিং ওয়াকেই নাকি ২০২১ সালে রিঙকুর সঙ্গে আলাপ দিলীপ ঘোষের।

এবার একেবারে সোজা দিলীপ ঘোষের জীবনে এন্ট্রি! যদিও, রিঙ্কুর রাজনীতিতে এন্ট্রি তাঁর বহু বছর আগে থেকেই! ২০১৩ সালে।
Published at : 18 Apr 2025 07:50 PM (IST)
Tags :
Dilip Ghosh Marriage Dilip Ghosh Rinku Majumdar Wedding
আরও জানুন জেলার
আরও দেখুন