NOW READING:
Dilip Ghosh Marriage | Amir Khan: আমির খানও যা নিয়ে দ্বিধা থরথর, দাপটের সঙ্গে তাই করে দেখালেন দিলীপ…
April 18, 2025

Dilip Ghosh Marriage | Amir Khan: আমির খানও যা নিয়ে দ্বিধা থরথর, দাপটের সঙ্গে তাই করে দেখালেন দিলীপ…

Dilip Ghosh Marriage | Amir Khan: আমির খানও যা নিয়ে দ্বিধা থরথর, দাপটের সঙ্গে তাই করে দেখালেন দিলীপ…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দু’জনেরই বয়স ৬০-এর কোঠায়। এক জন অভিনেতা, অন্য জন রাজনৈতিক নেতা। দু’জনেই ষাটের আশপাশে প্রেয়সীকে খুঁজে পেলেন। কিছুদিন আগেই একজন জানিয়েছেন ৬০-এসে বিয়ে করা মানায় না। তিনি অভিনেতা আমির খান। ৬০-এ তিনি প্রেমিকার সঙ্গে পরিচয় করিয়েছেন ঠিকই, কিন্তু বিয়ের ব্যাপারে ভাবেননি। জানালেন ষাট বছরে বিয়ে করা তাঁকে মানায় না। 

অন্য জন ছাঁদনাতলায় যাওয়ার আগের দিন প্রেমের কথা স্বীকার করলেন। শুধু তা-ই নয়, রাজনৈতিক মতাদর্শের ওজর তুলে তাঁকে নিরস্ত করতে আসা সহকর্মীদের সাফ জানিয়ে দিলেন, বিয়ে তিনি করছেনই। প্রথম জন আমির খান হলে, দ্বিতীয় জন দিলীপ ঘোষ। দাবাং দিলীপ ঘোষ। দু’জনের পেশা আলাদা। দৃষ্টিভঙ্গীও। কিন্তু ষাটের কোঠায় প্রেমে পড়া এই দুই ‘তরুণ’ই তাঁদের নিজের নিজের জায়গায় ঠিক বলছেন সকলে।

জি ২৪ ঘণ্টায় দিলীপ ঘোষের স্ত্রীর ছেলে তাঁর এই সিদ্ধান্তকে স্বাগত জািনয়েছেন। তিনি বলেছেন ‘আমি খুবই খুশি। এই দিনটার জন্য খুশি। মায়ের জন্য খুশি। মা আমার জন্য, সমাজের জন্য অনেকগুলো বছর দিয়েছেন। এখন যে সংসার পাতার কথা ভেবেছেন, সিদ্ধান্ত নিয়েছেন, মায়ের সেই সিদ্ধান্তকে আমি সমর্থন করি। মা-কে বরাবরই সমর্থন করি, আগেও করেছি, পরবর্তীতেও করব’। প্রীতম জানান, ‘গুড ফ্রাইডে বলে টানা ৪দিন ছুটি পেয়েছি অফিসে, তাই ঘুরতে এসেছি। আমার অনুপস্থিতি নিয়ে কোনও জল্পনা নেই। আমি ব্যক্তিগতভাবে থাকতে পারলে খুবই খুশি হতাম, মা-ও খুশি হত। উনিও খুশি হতেন’। পাশাপাশি তিনি জানান যে দিলীপ ঘোষকে তাঁর খুবই পছন্দ।  তিনি বলছেন, ‘প্রৌঢ়ত্বে পৌছে বিয়ে করার আগে অবশ্যই কিছু বিষয় মাথায় রাখতে হয়। যা ভেবে অনেকেই মনে করতে পারেন, এই বয়সে বিয়ে করাটা ঠিক নয়। যেমন আমির খান ভেবেছেন। কিন্তু বয়সকালে বিয়ে করার কিছু ইতিবাচক দিকও রয়েছে। দিলীপ ঘোষ নিশ্চয়ই সেই বিষয়গুলিকেই বেশি গুরুত্ব দিতে চেয়েছেন।’’

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link