<p>ABP Ananda live: ‘আমার কাউকে পাশে দরকার নেই। দিলীপ ঘোষ একাই ১০০। আমি দলের সঙ্গে আছি। কেউ পাশে থাকল বা দূরে থাকল এবং হুমায়ুন কবীরের সম্বন্ধে কী বললেন না বললেন সেটা ওঁর মতামত’। মন্তব্য দিলীপ ঘোষের। ফের স্বমহিমায় দিলীপ, ফের পুলিশকে হুঁশিয়ারি । ‘পাবলিকের মার যেদিন পড়বে, সেদিন বুঝবে’ । কাটোয়ায় গিয়ে ফের পুলিশকে হুঁশিয়ারি দিলীপের। </p>
<p> </p>
<p><strong>নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতার হাতের লেখার নমুনা সংগ্রহ </strong></p>
<p> </p>
<div id="67e265ec31b5ca1d083ebd32" class="sub-blogs-wrap">
<div class="sub-blog-detail">
<p>নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতার হাতের লেখার নমুনা সংগ্রহ। কণ্ঠস্বরের পর হাতের লেখার নমুনা সংগ্রহ CBI-এর। বিজেপি নেতা অরুণ হাজরার হাতের লেখার নমুনা সংগ্রহ। অরুণ হাজরা-সহ ৬ সাব এজেন্টের হাতের লেখার নমুনা সংগ্রহ। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত একাধিক ডায়েরি, সিবিআই সূত্রে খবর। ডায়েরি থেকে মিলেছে চিনু হাজরার হাতের লেখার হিসাব, সিবিআই সূত্রে খবর। নমুনা সংগ্রহের রিপোর্ট হাতে পেলেই কোর্টে জমা দেবে কেন্দ্রীয় এজেন্সি।</p>
</div>
</div>
<div id="67e25c9b25f6d15fd11f5824" class="sub-blogs-wrap">
<div class="time-wrap">
<div class="time"> </div>
</div>
</div>
Source link
স্বমহিমায় দিলীপ, ফের পুলিশকে হুঁশিয়ারি। কী বললেন তিনি?
