<p>ABP Ananda Live: অধিনায়ক অভিষেকের পর এবার সর্বাধিনায়িকা মমতা। যাদবপুরে তৃণমূলের নতুন পোস্টারে ফের জল্পনা। নতুন হোর্ডিংয়েও FAM-এর নাম। বিতর্কের মুখে ভারসাম্যের চেষ্টা? উঠছে প্রশ্ন। ‘হোডিং-রাজনীতি করে কোনও লাভ নেই’, আক্রমণে দিলীপ ঘোষ। </p>
<p><strong> ’বারুইপুরে তৃণমূল ট্রেলার দেখিয়েছে, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে’, ফের শুভেন্দুকে চ্যালেঞ্জ হুমায়ুনের</strong></p>
<p>বিধানসভা ভোটের অনেক আগে থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। একে অপরকে উদ্দেশ্য করে চলছে হুমকি-পাল্টা হুমকি, চমকি-ধমকি সবই। এই আবহেই সম্প্রতি হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারিতে জড়ান শুভেন্দু অধিকারী ও হুমায়ুন কবীর। ফের শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়লেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। ‘বারুইপুরে ট্রেলার দেখিয়েছিলাম, মুর্শিদাবাদে আসল নাটক মঞ্চস্থ হবে’, বলে হুঁশিয়ারি দিলেন তিনি। শুধু তা-ই নয়, ‘শুভেন্দুর বারুইপুর অভিযান সুপার ফ্লপ’ বলেও কটাক্ষ করেন তিনি।</p>
Source link
‘হোর্ডিং রাজনীতি দিয়ে বাংলার কী পরিবর্তন হবে?’ কোন প্রসঙ্গে বললেন দিলীপ ঘোষ?
