লাখ-লাখ টাকা উধাও ! ডিজিটাল জালিয়াতি রুখতে MuleHunter আনল রিজার্ভ ব্যাঙ্ক, কী সুবিধা পাবেন আপন

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:5 Minute, 2 Second


   

MuleHunter.AI: এবার ডিজিটাল জালিয়াতি (Digital Fraud) রুখতে নতুন পথে হাঁটল রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। কৃত্রিম বুদ্ধিমত্তাকে (AI) কাজে লাগিয়ে আনা হচ্ছে নতুন টুল। যার মাধ্যমে আপনার অ্য়াকাউন্ট সুরক্ষিত রাখবে ব্যাঙ্কগুলি। পাশাপাশি ভুয়ো অ্যাকাউন্টগুলি খুঁজে বের করা হবে। জানেন কী এই মিউলহান্টার (MuleHunter.AI) ?

কীভাবে কাজ করবে এই এআই টুল
মাধ্যমে ব্যাঙ্কিং খাতে ডিজিটাল জালিয়াতি নিয়ন্ত্রণ করা সম্ভব। ব্যাঙ্কিং সেক্টর নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া AI সমাধান নিয়ে এসেছে যা মুলে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি অর্থাৎ জাল অ্যাকাউন্টগুলি সনাক্ত করতে সাহায্য করবে। RBI-এর MuleHunter.AI হল এমনই একটি AI সলিউশন যা জাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট সনাক্ত করবে।

AI এর মাধ্যমে ডিজিটাল জালিয়াতি রোধ
শুক্রবার RBI মনিটারি পলিসি কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি ঘোষণা করে। গভর্নর শক্তিকান্ত দাস বলেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক মিউলহান্টার নামে একটি উদ্ভাবনী AI/ML ভিত্তিক মডেল তৈরি করেছে। AITM ডিজিটাল জালিয়াতি প্রতিরোধের অবিচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসাবে এই টুল আনা হচ্ছে। আরবিআই গভর্নর বলেছেন, MuleHunter.AI বেঙ্গালুরুতে অবস্থিত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ইনোভেশন হাবে তৈরি করা হয়েছে।

MuleHunter.AI এর মাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট সনাক্ত করা হবে
এই বিষয়ে গভর্নর শক্তিকান্ত দাস বলেন, এই নতুন AI টুল MuleHunter.AI এর মাধ্যমে ব্যাঙ্কগুলি জাল ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি খুঁজে বের রকরবে। জাল অ্যাকাউন্টগুলি এর মাধ্যমে দ্রুত সনাক্ত করতে ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হবে৷ এর পাশাপাশি ডিজিটাল জালিয়াতি কমাতে ব্যাঙ্কগুলিকে সাহায্য় করা হবে।

জাল অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেন
এই বছরের জুলাই মাসে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলির সঙ্গে একটি বৈঠকে আরবিআই গভর্নর জাল অ্যাকাউন্টগুলির বিরুদ্ধে পদক্ষেপ করতে বলেছিলেন। শক্তিকান্ত দাস গ্রাহকদের ডিজিটাল জালিয়াতি থেকে বাঁচাতে সচেতনতামূলক প্রচার চালানো এবং তাদের শিক্ষিত করতে এবং ডিজিটাল জালিয়াতি প্রতিরোধে দৃঢ় পদক্ষেপ নিতে বলেছিলেন।

জাল অ্যাকাউন্ট হল সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যার মাধ্যমে অবৈধভাবে উপার্জিত অর্থ গ্রহণ করা হয় বা অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। জাল অ্যাকাউন্টের মাধ্যমে অবৈধভাবে অর্থ স্থানান্তর করা সহজ।

এই নিয়ে পরপর এগারোবার রেপো রেট একই রাখল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এবারের একাদশতম মুদ্রানীতির বৈঠক শেষে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, রেপো রেট এবারেও একই থাকছে। কোনও বদল নেই এবারেও। ৬.৫ শতাংশ থাকছে রেপো রেট। আর এই সুদের হারে (Lending Interest Rate) কোনো বদল না আসায় ব্যাঙ্কগুলিতেও ঋণের (RBI Repo Rate) উপর সুদের হার একই থাকবে। এখনই কমবে না ইএমআইয়ের বোঝা। মুদ্রানীতির বৈঠকে ৬ জন সদস্যের মধ্যে ৪:২ মতামতের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত (RBI MPC Meeting) নেওয়া হয়েছে বলে জানান শক্তিকান্ত দাস। বলাই বাহুল্য ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে রেপো রেটে কোনো বদল করা হয়নি।

আরও পড়ুন : Bangladesh Crisis : জিনিসপত্রের দাম ‘আগুন’ ! অস্থির বাংলাদেশে চার মাসে সর্বোচ্চ মুদ্রাস্ফীতি

আরও দেখুন



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *