পূর্ব মেদিনীপুর: কাল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, আজ মহাযজ্ঞে মুখ্যমন্ত্রী। পুরো দিঘাকে সাজানো হয়েছে নীল-সাদা রঙের তোরণে। দিঘার মূল রাস্তা এবং সমুদ্র তটকে আলোর মালায় মুড়ে দেওয়া হয়েছে। বুধবার জগন্নাথদেবের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠার আগে শুরু হয়েছে একলক্ষ বার মন্ত্রোচ্চারণ। পুরীর মন্দির থেকে এসেছেন রাজেশ দ্বৈতাপতি। মন্দির চত্বরে আয়োজন করা হয়েছে মহাযজ্ঞের। দিঘা স্টেশনের একেবারে কাছে তৈরি হয়েছে এই জগন্নাথ মন্দির। ২০ একর জায়গার ওপর, মন্দির নির্মাণ করেছে হিডকো। খরচ হয়েছে প্রায় আড়াইশো কোটি টাকা। দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে।
আরও পড়ুন, কাশ্মীরে গণহত্যা, জঙ্গিদের মদত দিয়ে ঘরেই বিদ্রোহের মুখে পাক সেনা প্রধান !
এদিন মুখ্যমন্ত্রী বলেন,’ ধর্মটা হচ্ছে মুখে প্রচার করে হয় না। ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়। .. আমি পুজো করি সবার জন্য। মা, মাটি, মানুষ-প্রত্য়েকের। এটা আমার চিরকালের অভ্যাষ। সবাই ভাল থাকলে, আমি ভাল থাকব। তাই সবার হয়ে অর্পণ করা হল। ভাল থাকবেন সবাই। কাল বেলা আড়াইটার দিকে অনুষ্ঠান শুরু হবে। বেলা তিনটের দিকে দ্বার উদ্বোধন হবে।’
আরও দেখুন