NOW READING:
ONGC: রিলায়েন্সের বিরুদ্ধে মামলায় জিতে আর্থিক লাভ, শেয়ার হোল্ডারদের জানাল না ওএনজিসি!
February 24, 2025

ONGC: রিলায়েন্সের বিরুদ্ধে মামলায় জিতে আর্থিক লাভ, শেয়ার হোল্ডারদের জানাল না ওএনজিসি!

ONGC: রিলায়েন্সের বিরুদ্ধে মামলায় জিতে আর্থিক লাভ, শেয়ার হোল্ডারদের জানাল না ওএনজিসি!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রীয় সরকারি সংস্থা ONGC-তে ‘বেনিয়ম’। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে বিপুল অংকের মামলায় জিতেছে সংস্থা। অথচ শেয়ার হোল্ডারদের জানানোই হয়নি! সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  Senior Citizen Marriage | Love in Old Age Home | সত্তরের দোড়গোড়ায় ফুটল বিয়ের ফুল ! সানাই বেজে উঠল বৃদ্ধাশ্রমে …

৭ বছর পার। ONGC ও  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের গ্য়াস উত্তোলন সংক্রান্ত অবশেষে রায় ঘোষণা করল দিল্লি হাইকোর্ট। কবে? ১৪ ফ্রেরুয়ারি। আদালতের নির্দেশে  রিলায়েন্স ইন্ড্রাস্টিজের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ সুদ-সহ ২০ হাজার কোটি থেকে ২৫ হাজার কোটি টাকা আদায় করতে পারবে ONGC। যা সংস্থার শেয়ারেও প্রভাব ফেলবে। সেবির নিয়মে শেয়ারে দামে প্রভাব ফেলতে পারে, এমন কোনও তথ্য শেয়ার হোল্ডারদের জানাতে হয়। কিন্তু এক্ষেত্রে ONGC বা কেন্দ্রীয় সরকারের তরফে এই সংক্রান্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

ঘটনাটি ঠিক কী? ২০০৩ সালে কেজি বেসিন এলাকার ONGC-র ব্লক থেকে অবৈধভাবে প্রাকৃতিক গ্যাস উত্তোলনের অভিযোগ ওঠে  রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে। মালমা গড়ায় দিল্লি হাইকোর্টে। কিন্তু রিলায়েন্সের পক্ষেই রায় দেন সিঙ্গল বেঞ্চ। সেই রায় খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি রেখা পাতিল ও সৌরভ বন্দ্যোপাধ্য়ায়ের ডিভিশন বেঞ্চ। 

আরও পড়ুন: Maha Kumbh: ‘মহাকুম্ভের বিভ্রান্তিকর তথ্য!’ ১৪০ সোশ্য়াল মিডিয়া হ্যান্ডেলের বিরুদ্ধে ১৩ FIR…

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল





Source link