জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) ভক্তদের একাংশ এবার ‘দলবদল’ করলেন! তাঁরা রোহিত শর্মার (Rohit Sharma) দিকে চলে এলেন! যে প্রমাণ এখন নেটপাড়ায় জ্বলজ্বল করছে। কিংবদন্তির অধিনায়কের ভাইরাল ভিডিয়োতে শোরগোল পড়ে গেল।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News
এবার ঘটনায় আসা যাক। ঋষভ পন্থের বোনের বিয়েতে যোগ দিতে ধোনি যখন দেহরাদুন বিমানবন্দরে পা রেখেছিলেন, তখন সাংবাদিকরা ধোনির কাছ থেক ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয় সম্পর্কে জানতে চেয়েছিলেন। তবে ধোনি ছিলেন স্পিকটি নট’। বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় কিংবদন্তি ভারতীয় হাত নেড়ে চলে যান। কিন্তু কোনও প্রতিক্রিয়া দেননি। আর এই ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হয়েছে। যা দেখে ধোনির ভক্তরাই রেগে গিয়েছেন। তাঁদের দাবি ‘রোহিতকে নিয়ে হীনম্মন্যতায় ভোগেন ধোনি’!
আইসিসি ট্রফি জয়ের বিচারে এখন কিংবদন্তি ধোনির পরেই রোহিত। ধোনির নেতৃত্বে ভারত ২০০৭ সালে কুড়ি ওভারের বিশ্বকাপ জেতার চারবছর পর পঞ্চাশ ওভারের বিশ্বকাপও জেতে। স্বপ্নের দৌড় ২০১৩ সাল পর্যন্ত চলেছিল। সেই বছর তিনি দেশকে জিতিয়ে ছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি। ওদিকে রোহিতের ভারত আট মাসের ভিতর কুড়ি ওভারের বিশ্বকাপ জয়ের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ধোনি-রোহিত আবার পাঁচবার করে আইপিএল জিতেছেন।
অস্ট্রেলিয়াকে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠতেই, অধিনায়ক রোহিত শর্মা ইতিহাস লিখেছিলেন। বাইশ গজের প্রথম অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দিয়ে চারটি ভিন্ন আইসিসি টুর্নামেন্টের ফাইনালে তুলেছিলেন। রোহিতের নেতৃত্বে ভারত ২০২৩ সালে আইসিসি ওডিআই বিশ্বকাপ ফাইনাল ও আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলেছে। এরপর ২০২৪ সালে রোহিতের ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল খেলে। এরপর চলতি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠেছে রোহিতবাহিনী। যে রেকর্ড ধোনি কেন, বিশ্বে আর কোনও অধিনায়কেরই নেই।
আরও পড়ুন: বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া, বুক ভেঙে টুকরো টুকরো তারকার, হারালেন ২ বছরের মেয়েকে!
আরও পড়ুন: পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন দলের কোচ হলেন বলিউড স্টার!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল).