<p>ABP Ananda Live: ঢাকুরিয়ায় পোস্টার, বেহালায় কালিকাণ্ডের পর এবার সল্টলেকে বিজেপির অফিসেও পড়ল পোস্টার। বিজেপির দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার পুনর্নির্বাচিত সভাপতি অনুপম ভট্টাচার্যর বিরুদ্ধে ফের পোস্টার পড়ল। পোস্টারে তৃণমূলের দালাল বলে আক্রমণ করা হয়েছে বিজেপি জেলা সভাপতিকে। অনুপম ভট্টাচার্যর ছবি দিয়ে পোস্টারে লেখা, অনুপম অনুগামী কোম্পানি হঠাও, দক্ষিণ কলকাতা বিজেপি বাঁচাও।</p>
<p> </p>
<p> সম্প্রতি নেতাজি ইন্ডোরের এক অনুষ্ঠানে এনিয়ে প্রসঙ্গ তুলেছিলেন <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://bengali.abplive.com/topic/mamata-banerjee" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a>। তারপরেই দেশের বিভিন্ন জায়গা থেকে ডুপ্লিকেট এপিক নাম্বার ইস্যু প্রকাশ্য়ে এসেছে। সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করা হচ্ছিল। জাতীয় কমিশন এটা গ্রহণ করে নিয়েছিল, যে এমন ডুপ্লিকেট নাম্বার হয়েছে।কিন্তু ডুপ্লিকেট নাম্বার থাকার মানেই এই নয়, সেটা ভুয়ো ভোটার। সেটা প্রকৃতই একজন ভোটার, এটা নির্বাচন কমিশন বলেছিল। ক্রমশই চাপ বাড়ছিল , নির্বাচন কমিশনের উপর।</p>
<p>মূলত মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেছিলেন, একই এপিক নম্বরে বাংলার ভোটারের যেখানে নাম আছে, সেখানে হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, সব নাম ঢুকিয়েছে। রাজ্য়সভার সাংসদ বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, বিজেপিও বদ্ধপরিকর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পরিচ্ছন্ন করতে।’তেনাদে’র নিয়ে তরজা আরও তুঙ্গে। নেতাজি ইন্ডোরের মেগা সাংগঠনিক বৈঠক থেকে ফের একবার বাংলার ভোটার তালিকায় ভিন রাজ্য় থেকে ভুয়ো ভোটার ঢোকানোর অভিযোগ জোরালভাবে তুলেছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।</p>
Source link
ঢাকুরিয়ায় পোস্টার, বেহালায় কালিকাণ্ডের পর এবার সল্টলেকে বিজেপির অফিসেও পড়ল পোস্টার
