NOW READING:
Dhaka University: পাকিস্তানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলল ঢাকা বিশ্ববিদ্যালয়, দিল্লি বিরোধিতার সঙ্গে পাল্লা ইসলামাবাদ ঘনিষ্ঠতার!
November 18, 2024

Dhaka University: পাকিস্তানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলল ঢাকা বিশ্ববিদ্যালয়, দিল্লি বিরোধিতার সঙ্গে পাল্লা ইসলামাবাদ ঘনিষ্ঠতার!

Dhaka University: পাকিস্তানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলল ঢাকা বিশ্ববিদ্যালয়, দিল্লি বিরোধিতার সঙ্গে পাল্লা ইসলামাবাদ ঘনিষ্ঠতার!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেখ হাসিনা দেশ ছাড়ার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করে চলেছে বাংলাদেশ। সম্প্রতি পাকিস্তান থেকে পণ্যবাহী জাহাজও এসেছে বাংলাদেশে। এবার পাকিস্তানের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিল ঢাকা বিশ্ববিদ্যালয়। ২০১৫ সালে জরুরি সভা ডেকে পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে গত ১৩ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত সিন্ডিকেট সভায় ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এর ফলে বাংলাদেশের শিক্ষার্থীরা পাকিস্তানে ও পাকিস্তানের শিক্ষার্থীরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়শোনা করতে পারবে।

আরও পড়ুন-রাজ্যে একজন ফুলটাইম পুলিসমন্ত্রী চাই, অভিষেককে নিয়ে বিস্ফোরক হুমায়ুন কবীর

এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য সায়মা হক বলেন, একটা সময় তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছিল। আমাদের যেহেতু এটা একাডেমিক প্রতিষ্ঠান। ফলে অনেকে স্কলারশিপ নিয়ে কিংবা কনফারেন্সে যোগ দিতে যেতে চায়। সে দৃষ্টিকোণ বিবেচনায় আমরা সভায় আলোচনা করে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছি।

২০১৫ সালের ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালের জরুরি সিন্ডিকেটে সিদ্ধান্ত শেষে তৎকালীন উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেছিলেন, পাকিস্তান ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি থেকে শুরু করে দীর্ঘ ৯ মাস ধরে এ দেশে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহত্যা চালিয়ে তারা অস্বীকার করেছে। এমন মিথ্যাচার রাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক ঢাকা বিশ্ববিদ্যালয় রাখতে পারে না। যতদিন পর্যন্ত তারা গণহত্যা, হত্যা ও নির্যাতনের কথা স্বীকার করবে না ততদিন পর্যন্ত তাদের সঙ্গে এ প্রতিষ্ঠান কোনো ধরনের সম্পর্ক রাখবে না। নতুন করে আমাদের কোনো শিক্ষার্থী পাকিস্তানে উচ্চশিক্ষার জন্য যাবে না। একইভাবে তাদের কোনো ছাত্রও আমরা গ্রহণ করব না।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link