NOW READING:
Nabanna Utsav: নতুন ধানের ঘ্রাণে মাতোয়ারা বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা মুখর নবান্ন উত্সবে
November 16, 2024

Nabanna Utsav: নতুন ধানের ঘ্রাণে মাতোয়ারা বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা মুখর নবান্ন উত্সবে

Nabanna Utsav: নতুন ধানের ঘ্রাণে মাতোয়ারা বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলা মুখর নবান্ন উত্সবে
Listen to this article


সেলিম রেজা, ঢাকা: আজ পহেলা অঘ্রান। এই মাস এলেই নতুন ধানের ঘ্রাণে মেতে ওঠে বাংলার গ্রাম-গ্রামান্তর। নতুন চালের পিঠেপুলির ধুম আর গান-বাজানায় আমন্ত্রণ জানানো হয় সমৃদ্ধিকে। উৎসবের এই আনন্দ শুধু কৃষকের একার নয়, সবার। এরই অংশ হিসেবে তরুণ প্রজন্মের মাঝে শেকড়ের আনন্দ ছড়িয়ে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার প্রাঙ্গণে বছরের পর বছর ধরে চলছে নবান্ন উৎসবের আয়োজন।

আরও পড়ুন-অবিশ্বাস্য! ৩৯ বছরেও বাইসাইকেল-কিকে গোল, নেটপাড়া বুঁদ রোনাল্ডোর ম্যাজিকে…

শনিবার সকাল সাড়ে ৮টায় বাঁশি বাজার মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আনুষ্ঠানিকতা, চলবে রাত পর্যন্ত। পিঠেপুলি, বাহারি পোশাক, রঙিন সজ্জায় বাঁশির মায়াবী ধ্বনি, নাচ, গান আর আবৃত্তিতে অঘ্রানের প্রথম সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলা মুখর হয়ে উঠেছে।

‘এসো মিলি সবে নবান্নের উৎসবে’এই প্রতিপাদ্যে এ বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় নবান্ন উৎসবের আয়োজন করা হয়েছে। ‘পৌষ তোদের ডাক দিয়েছে আয়রে ছুটে আয়…’ অঘ্রান আসলেই এমন আহ্বানে যেন পুরো গ্রাম মেতে ওঠে। কৃষকের মুখে হাসি ফোটে, জীবনে আনন্দের ঢেউ বয়ে যায়।

অঘ্রানের অনুষ্ঠানকে দুভাগে ভাগ করা হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলছে প্রথম ভাগের আনুষ্ঠানিকতা। দুপুর ২টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে দ্বিতীয় ভাগের পরিবেশনা। ঢাকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনা উপস্থাপন করছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link