Fire in Turkey: ভোররাতে ভয়ংকর আগুনের গ্রাসে গোটা রিসর্ট, জীবন্ত দগ্ধ ৬৬, চারদিকে হাহাকার-আর্তনাদ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর আগুন পুড়ে ছাই আস্ত একটি স্কি রিসর্ট। এলাকায় বরফ পড়ায় রিসর্ট ছিল পর্যটকে ভরা। এর মধ্য়েই মঙ্গলবার উত্তর তুরস্কের ওই রির্সটে আগুন লেগে যায়। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগুনে পুড়ে মৃত্যু হয়েছে ৬৬ জনের। আহত কমপক্ষে ৫১। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অনেকে রিসর্টের ১১ তলা থেকে নামার জন্য দড়ি ব্যবহার করে প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা করেন।
আরও পড়ুন-নামী মলের বেসমেন্টের জলে ভাসছে যুবতীর দেহ! তীব্র আতঙ্কে…
উত্তর তুরস্কের বলু প্রদেশের কাটালকায়া স্কি রিসর্টে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে মারা যাওয়ার প্রাশাপাশি অনেকের মৃত্যু হয়েছে উপরতলা থেকে ঝাঁপ দিয়ে। ফলে যারা আহত হয়েছে তাদের অনেকের আঘাত গুরুতর। আগুন লাগার পরে রিসর্টে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে পদপৃষ্ট হয়ে গুরুতর আহত হন।
স্থানীয় প্রশাসনের দাবি মঙ্লবার ভোর সাড়ে তিনটে নাগাদ ওই রিসর্টে আগুন লেগে যায়। আগুন লাগার কারণ জানা না গেলেও গোটা রিসর্টটিই চলে যায় আগুনের গ্রাসে। রিসর্টটি একটি টিলার উপরে তৈরি করা হয়েছিল। ফলে সেখানে তড়িঘড়ি পৌঁছে দমকলকে হিমসিম খেতে হয়। ফলে আগুন নেভানো বা পর্যটকদের উদ্ধারের কাজ শুরু করতেই দেরি হয়ে যায়।
বলুর গভর্নর আব্দুল আজিজ আয়দিন সংবাদমাধ্য়মে বলেন, রিসর্টে ছিলেন ২৩৪ জন পর্যটক। আগুন নেভাতে দমকলের ৩০ ইঞ্জিন ও ২৮টি অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। উদ্ধার কাজে নামেন ২৬৭ জন কর্মী।
উল্লেখ্য, শীতের কারণে বর্তমানে স্কুলে ছুটি চলছে। ইস্তানবুন থেকে ৩০০ কিলোমিটার দূরে কোরোগুল পাহাড়ের উপরে এই স্কি রির্সটটি অত্যন্ত জনপ্রিয়। সুল্রে ছুটি থাকায় বহু মানুষ তাদের ছেলেমেয়েদের নিয়ে ওই রিসর্টে বেড়াতে এসেছিলেন। তার মদ্যেই এই দুর্ঘটনা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)