কলকাতা: সকালে শো পাওয়া নিয়ে ক্ষোভ আর বিকেলেই হাসি ফুটল অভিনেতার মুখে। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে সেই কথা জানালেন দেব (Dev)। ‘বুক মাই শো’ (Book My Show)-তে ট্রেন্ডিং ‘খাদান’ (Khadaan)। দেব, যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta), ইধিকা পাল (Idhika Paul), বরখা বিস্ত (Barkha Bisth), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty)-র ছবি। রাত পোহালেই মুক্তি পাবে এই ছবি। তার আগের দিন অর্থাৎ বুধবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অভিযোগ করেছিলেন দেব।
কী ছিল সেই অভিযোগে? সোশ্যাল মিডিয়ায় হঠাৎ বুধবার দুপুরের দিকে দেব লেখেন, ‘ এখনও খাদান-এর অগ্রিম বুকিং শুরু করা যায়নি বলে আমি আমার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। দয়া করে বিশ্বাস করুন, আমি খাদান-এর শো পাওয়ার জন্য লড়াই করছি। লড়াই করছি অ্যাডভান্স বুকিং পরিষেবা খুলে দেওয়ার জন্যও।’ দেব লিখেছিলেন, ‘কিন্তু বাংলায় অন্যান্য ভাষার ছবির জন্য ‘খাদান’ পর্যাপ্ত প্রেক্ষাগৃহ পাচ্ছে না। দয়া করে অপেক্ষা করুন। আমি চেষ্টা করে যাচ্ছি। কথা দিচ্ছি চেষ্টা থামাব না। একটু ধৈর্য্য ধরুন।’
দুপুর গড়াতেই ক্ষুদ্ধ হয়ে তিনি যে পোস্ট করেছিলেন, রাতে অবশ্য তাঁর ওয়ালে চোখ রাখতেই দেখা গেল অন্য ছবি। উধাও আগের পোস্ট। তার বদলে দেব বুক মাই শো-এর স্ক্রিনশট পোস্ট করে বলেছেন, ‘সকালে আমি শো-এর জন্য় লড়াই করছিলাম। আর রাতে ‘খাদান’ ট্রেন্ডিং। মাত্র ৩ ঘণ্টায় ট্রেন্ডিং। আপনাদের সবাই ধন্যবাদ জানাতে চাই। একটা নতুন যুগের সূচনা হল।’ সোশ্যল মিডিয়ায় এই পোস্টে দেবকে ভালবাসা জানিয়েছেন অনেকেই।
‘খাদান’ ছবিটি উত্তর ও দক্ষিণ দুই কলকাতার মধ্যেই একাধিক সিঙ্গল স্ক্রিনে ছবি পেয়েছে। তবে ‘খাদান’ দেখা যাবে না ‘নন্দন’ প্রেক্ষাগৃহে। তবে প্রিয়া সিনেমা হল, স্টার থিয়েটার, অশোকা সিনেমা বেহালা, মেনকা সিনেমা, সোনালী-ডানলপ -এ শো পেয়েছে ‘খাদান’। এছাড়া মাল্টিপ্লেক্সে একাধিক শো পেয়েছে ‘খাদান’। ১টি মাল্টিপ্লেক্সে সর্বাধিক শো সংখ্যা ৩টে। অন্যদিকে শো পাওয়া নিয়ে সমস্যায় পড়েছে ‘সন্তান’ ছবিটিও। দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে জায়গা পায়নি ‘সন্তান’।
আরও পড়ুন: Shontaan: ‘পুষ্পা ২’-এর দাপটে সমস্যায় ‘সন্তান’-ও! দক্ষিণ কলকাতার কোনও সিঙ্গল স্ক্রিনে শো পেল না রাজ-শুভশ্রী-মিঠুনের ছবি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন
+ There are no comments
Add yours