NOW READING:
Dev | Ghatal: শিশুমেলার বৈঠকে ধুন্ধুমার! সাংসদ দেবের সামনেই শুরু গোষ্ঠী কোন্দল, ঝরল রক্তও…
November 24, 2024

Dev | Ghatal: শিশুমেলার বৈঠকে ধুন্ধুমার! সাংসদ দেবের সামনেই শুরু গোষ্ঠী কোন্দল, ঝরল রক্তও…

Dev | Ghatal: শিশুমেলার বৈঠকে ধুন্ধুমার! সাংসদ দেবের সামনেই শুরু গোষ্ঠী কোন্দল, ঝরল রক্তও…
Listen to this article


চম্পক দত্ত: ঘাটাল উৎসব ও শিশু মেলার রাস কার হাতে থাকবে? রবিবার সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ঘাটাল। শিশুমেলার আয়োজন নিয়ে রবিবার ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে বৈঠক ডাকেন সাংসদ দেব। সেখানে রবিবার সকাল থেকেই জমায়েত হন তৃণমূলের দুই পক্ষের প্রচুর কর্মী সমর্থকরা। হাজির হন সাংসদ দেবও। ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে সাংসদ দীপক অধিকারী দেব পৌঁছতেই তাঁর সামনেই শুরু হয় তৃণমূলের দুই পক্ষের হাতাহাতি। সেই সংঘাতে ফাটল মাথা ঝরল রক্ত, আহত একাধিক।

আরও পড়ুন- Nadia: তিন দিন ধরে নিখোঁজ! প্রেমিকই খুন করে মাটিতে পুঁতে দিল প্রেমিকাকে…

কিছুদিন আগেই দেব জানান, অরবিন্দ স্টেডিয়ামে তিনি একটি বৈঠক করবেন। সেখান থেকে তৈরি হবে মেলার কমিটি। কিন্তু তার আগেই বৈঠক ডাকেন শংকর দোলুই। রবিবার সকালে দেব পৌঁছতেই শুরু হয় ধুন্ধুমার। হাতাহাতি দিয়ে শুরু করে তা মুহূর্তে মারপিটে পরিণত হয়। অশ্রাব্য গালিগালাজ থেকে শুরু করে বাঁশ লাঠি দিয়ে একে অপরকে মার। কিন্তু বৈঠকে কেন বাঁশ নিয়ে আসা হল? অভিযোগ ওঠে শঙ্কর দলুই গোষ্ঠীর দিকে। 

তবে এই বারই প্রথম নয়, এর আগেও শিশুমেলা নিয়ে সংঘাত হয়েছে। কোটি টাকার শিশুমেলা বর্তমানে ঘাটাল উৎসবে পরিণত। কোটি টাকার শিশুমেলা বর্তমানে ঘাটাল উৎসবে পরিণত, তাই সেই শিশুমেলা কার হাতে থাকবে, তা নিয়ে বারংবার সমস্যা তৈরি হয়। 

আরও পড়ুন- All We Imagine As Light: সাবালক হচ্ছে ভারতের সেন্সর! নগ্নতা, তুলকালাম যৌনতায় কাঁচি না চালিয়েই পর্দায় পায়েলের সিনেমা…

 

উল্লেখ্য কয়েকদিন আগেই ঘাটালের প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য শংকর দোলুই একটি বৈঠক দেখে কমিটি গঠন করে নিয়েছিলেন। তাঁর দাবি ছিল সাংসদ দেবের সঙ্গে কথা বলেই সেই কমিটি তিনি গঠন করেছেন। সেই কমিটির সম্পাদক হয়েছিলেন তিনি নিজেই। এই নিয়ে তুমুল শোরগোল দেখা যায়। 

সাংসদ প্রতিনিধি রামপদ মান্নার দাবি ছিল তাঁরা এই বৈঠকের বিষয়ে কিছুই জানেন না এবং তাঁদেরকে ডাকা পর্যন্ত হয়নি। এরপরেই আজকে সাংসদ দেব ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে একটি বৈঠক ডেকেছিলেন। আর সেখানেই দু পক্ষের মধ্যে শুরু হয়ে যায় মারামারি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link