NOW READING:
মুখ্য়মন্ত্রীর ঘোষণার পরই তৎপরতা, দেউচা পাঁচামিতে শুরু কয়লাখনির কাজ
February 7, 2025

মুখ্য়মন্ত্রীর ঘোষণার পরই তৎপরতা, দেউচা পাঁচামিতে শুরু কয়লাখনির কাজ

মুখ্য়মন্ত্রীর ঘোষণার পরই তৎপরতা, দেউচা পাঁচামিতে শুরু কয়লাখনির কাজ
Listen to this article



<p><strong>ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম:</strong> বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চে মুখ্য়মন্ত্রীর ঘোষণার পরই, বীরভূমে দেউচা পাঁচামিতে শুরু হয় গেল কয়লাখনির কাজ। জেলাশাসক ও পুলিশ সুপারের উপস্থিতিতে হল ভূমিপুজো। প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্য়েই কর্মীদের নিয়োগ করতে শুরু হয়েছে রেজিস্ট্রেশন।&nbsp;</p>
<p>বুধবার, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে, দেউচা-পাঁচামিতে কয়লা খনির কাজ শুরুর কথা ঘোষণা করেছিলেন মুখ্য়মন্ত্রী। বৃহস্পতিবার রাতে, বীরভূমের মহম্মদবাজারে, প্রস্তাবিত এলাকায় শুরু হল খনন কাজ।mমহম্মদবাজার ব্লকে প্রায় ৪ ঘণ্টা ধরে জেলাশাসক ও পুলিশ সুপারকে নিয়ে বৈঠক করেন <a title="অনুব্রত মণ্ডল" href="https://bengali.abplive.com/topic/anubrata-mandal" data-type="interlinkingkeywords">অনুব্রত মণ্ডল</a>। তারপরই দেউচা-পাঁচামিতে শুরু হয় খননকাজ। মহম্মদ বাজারের বাসিন্দা বলেন, "আমরা খুবই খুশি, খুবই আনন্দিত। আমাদের এখানে শিল্প হলে, আমাদের সমস্ত গ্রামের ছেলেদের চাকরি হবে। আদিবাসীদের চাকরি হবে। পাট্টা হবে। SC, ST-দের। পানীয় জলের ব্য়বস্থা হবে। স্কুল হবে, হাসপাতাল হবে, খেলার গ্রাউন্ড হবে। এই উন্নয়নকে আমরা স্বাগত জানাই। এলাকায় অর্থনৈতিক অবস্থার খুবই উন্নতি হবে। আমরা চাই, এটার তাড়াতাড়ি উন্নতি হোক এবং, আজ তো আরম্ভ হচ্ছেই, তাড়াতাড়ি যেন বড় আকারে কর্মসংস্থান হয়ে যায়।”</p>
<p>প্রশাসনের তরফে মিলেছে কর্মসংস্থানের আশ্বাসও। বীরভূমের জেলাশাসক বিধান রায় বলেন, "ব্য়াসল্ট মাইনিং যেটা হবে, সেখানে আমরা এলাকার মানুষজনই তাঁরা করবেন।&nbsp; লেবাররা সব এখানকারই। আশপাশের ৪-৫টি গ্রামেরই হবে। তাঁদেরও রেজিস্ট্রেশন আজকে চলছে থানায় বসে।” জেলাশাসক জানিয়েছেন, খনির জন্য় প্রস্তাবিত এলাকায় যে গাছগুলি আছে, সেগুলিকে অন্য়ত্র, সরকারি জমিতে সরিয়ে নিয়ে যাওয়া হবে।</p>
<p>এদিকে এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ৪০ দেশের প্রায় ২০০ জন প্রতিনিধি অংশ নেন। সম্মেলন শুরুর দিনেই বাংলার শিল্প সম্ভাবনার ভূয়সী প্রশংসা করে কোটি কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেন মুকেশ আম্বানি, সজ্জন জিন্দলরা। বৃহস্পতিবার শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। ২০২৫-এর পাশাপাশি গত ৭টি পর্বে শিল্প সম্মেলনে কত বিনিয়োগ প্রস্তাব এসেছে, সমাপ্তি ভাষণে তার খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। <a title="মমতা বন্দ্যোপাধ্যায়" href="https://bengali.abplive.com/topic/mamata-banerjee" data-type="interlinkingkeywords">মমতা বন্দ্যোপাধ্যায়</a> বলেন, "BGBS ২০২৫-এ আমরা ৪ লক্ষ ৪০ হাজার ৫৯৫ কোটির বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। সেটা ছাড়াও আরও অনেক বড় প্রকল্পের প্রস্তাব আসছে। গত ৭ BGBS-এ ১৯ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব পেয়েছি। ১৩ লক্ষ কোটি ইতিমধ্যেই হয়ে গেছে এবং ৬ লক্ষ কোটি টাকার প্রকল্পের কাজ চলছে। কারণ কিছু প্রকল্পে সময় লাগে।”&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;<u><strong><br /></strong><br /></u><strong>আরও পড়ুন: <a title="Saraswati Puja Immersion: সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার, কৃ্ষ্ণনগরে সংঘর্ষে মাথা ফাটল ২ জনের" href="https://bengali.abplive.com/district/saraswati-puja-immersion-krishnanagar-two-clubs-clash-5-injured-1119053" target="_self">Saraswati Puja Immersion: সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার, কৃ্ষ্ণনগরে সংঘর্ষে মাথা ফাটল ২ জনের</a></strong><br /><br /></p>



Source link