জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক’দিন ধরেই বাজে এয়ার কোয়ালিটি নিয়ে দেশ জোড়া উদ্বেগ দেখা গিয়েছে। দিল্লি ও সন্নিহিত এলাকার পরিস্থিতি খুবই খারাপ। অথচ এরই মধ্য়ে শীত পড়তেও আরম্ভ করেছে। দূষণের জন্যেই রাজধানীতে বাতাসের মান এত খারাপ। আর দূষণের জন্যই শীত কম পড়ে। অথচ, দিল্লিতে অভিজ্ঞতা সম্পূর্ণ উল্টো।
আরও পড়ুন: Bengal Weather Update: বাংলায় ভরপুর শীতের আমেজে এখনই ১৬ ডিগ্রি! জাঁকিয়ে শীত কবে থেকে?
আজ, বৃহস্পতিবার দিল্লিতে তাপমাত্রা এসে দাঁড়াল ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। বলা হচ্ছে, দিল্লি এখনই সাক্ষী থাকল ‘সিজনস কোল্ডেস্ট মর্নিং’য়ের। নভেম্বরের মাঝামাঝিই যদি এই হয়, তবে ভরপুর শীত পড়ে গেলে তাপমাত্রা কোথায় নামবে?
এদিকে বাংলাতেও আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে এখানেও কড়া ঠান্ডা পড়তে পারে বলে অনুমান। আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়ে দিলেন বৃহস্পতিবার সন্ধ্যার আবহাওয়ার আপডেট। জানা গেল পশ্চিমি ঝঞ্ঝা প্যাসেজ পাওয়ায় উত্তুরে হাওয়া আসার পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনও সিস্টেম না থাকায় হাওয়াবদলের সম্ভাবনা কম।
আগামী এক সপ্তাহে ধীরে ধীরে কমবে তাপমাত্রা। শীতের আমেজ এলেও জাঁকিয়ে শীত নভেম্বরে নয়। ধীরে ধীরে নামবে পারদ। উত্তুরে হাওয়া বইতে শুরু করেছে। আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে চলে যাবে। উইকেন্ডে হাওয়াবদল। রাজ্যজুড়ে শীতের আমেজের সম্ভাবনা।
সকালের দিকে সামান্য কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। ঘন কুয়াশায় ঢাকবে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা। দৃশ্যমানতা কোথাও ৫০ মিটারও ছুঁতে পারে। বাকি সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা-ধোঁয়াশা থাকবে। তবে দিনভর পরিষ্কার আকাশ।
রাজ্যে এখন বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। আজ, বৃহস্পতিবার ও রবিবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: Alien Message From Mars: মঙ্গলগ্রহ থেকে ১৬ মিনিটে পৃথিবীতে পৌঁছল আশ্চর্য সিগন্যাল! জানা গেল অজানা রহস্য…
বাংলায় শীত কিন্তু পড়তে শুরু করেছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে! ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঝাড়গ্রাম শ্রীনিকেতন পানাগড়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours