# Tags
#Blog

রাজধানীতে পালাবদল ? কুর্সি রক্ষার লড়াইয়ে পিছিয়ে AAP ? কিস্তিমাত করতে পারে BJP ?যা বলছে সমীক্ষা

রাজধানীতে পালাবদল ? কুর্সি রক্ষার লড়াইয়ে পিছিয়ে AAP ? কিস্তিমাত করতে পারে BJP ?যা বলছে সমীক্ষা
Listen to this article


নয়াদিল্লি : রাজধানীর বুকে এবার রাজনৈতিক পালাবদল ? অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে অধিকাংশ বুথফেরত সমীক্ষা। দিল্লি বিধানসভা নির্বাচনে লিড করছে বিজেপি, তেমনই দাবি অধিকাংশ সমীক্ষায়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পিছনে পড়ে যেতে পারে আম আদমি পার্টি। 

এদিন দিল্লির ৭০টি বিধানসভা কেন্দ্রে ভোটপর্ব মিটতেই একের পর এক সমীক্ষার ফল সামনে আসতে শুরু করে। অধিকাংশ এক্সটি পোলই বলছে, দিল্লিতে এবার সরকার গড়তে চলেছে বিজেপি। 

Matrize-এর সমীক্ষায় উঠে এসেছে, ৩৫-৪০টি আসন পেয়ে লড়াইয়ে এগিয়ে যেতে পারে বিজেপি। আম আদমি পার্টি পেতে পারে ৩২ থেকে ৩৭টি আসন। মেরেকেটে একটি আসন যেতে পারে কংগ্রেসের ঝুলিতে। অন্যদিকে, Chanakya Strategies-এর সার্ভে বলছে, ৩৯ থেকে ৪৪টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির। আপের ঝুলিতে ঢুকতে পারে ২৫ থেকে ২৮টি আসন। খুব জোরে ২-৩টি আসন পাবে কংগ্রেস।

দিল্লির ক্ষমতায় আসতে চলেছে বিজেপি, বলে ইঙ্গিত দিয়েছে Peoples Pulse-ও। ২৭ বছর পর ক্ষমতায় প্রত্যাবর্তন হতে পারে গেরুয়া শিবিরের। ক্ষমতাচ্যুত হতে পারে AAP। ৫০-৬০টি আসনে জিততে পারে বিজেপি। এমনই বলছে তারা।

তবে, AAP গড় অক্ষত রাখবে বলে উঠে এসেছে Mind Brink-এর বুথফেরত সমীক্ষায়। ৪৪-৪৯টি আসন পেতে পারে তারা। বিজেপির ঝুলিতে যেতে পারে ২১-২৫টি আসন। কংগ্রেসের খাতা নাও খুলতে পারে। খুললেও ১টি আসন পাবে বলে দাবি সমীক্ষায়। 

WeePreside-এর সমীক্ষায় উঠে এসেছে, বিজেপি পেতে পারে ১৮-২৩টি আসন। আপের ঝুলিতে যেতে পারে ৪৬-৫২টি আসন। কংগ্রেস সর্বাধিক একটি আসন পেতে পারে।

DV Research – এর সমীক্ষা অনুযায়ী, ৩৬ থেকে ৪৪টি আসন পেতে পারে বিজেপি। আপ পেতে পারে ২৬ থেকে ৩৪টি আসন। একটি আসন পাবে না কংগ্রেস, দাবি সমীক্ষায়।

একের পর এক সমীক্ষায় দলের জয়লাভের সম্ভাবনা উঠে আসতেই আত্মবিশ্বাসী বিজেপি। “সব এক্সটি পোলের রেজাল্ট বলছে, বিজেপি লিড করছে। আমরা সেটাই বলছি যে, দিল্লিতে বিজেপি সরকার গড়তে চলেছে। মানুষ অরবিন্দ কেজরিওয়ালের ১১ বছরের শাসনকে প্রত্যাখ্যান করেছেন।” এমনই প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ যোগিন্দর চাণ্ডোলিয়া। 

যদিও AAP নেতা সুশীল গুপ্ত সংবাদ সংস্থাকে বলেছেন, “এটা আমাদের চতুর্থ নির্বাচন। প্রত্যেক বারই সমীক্ষায় উঠে এসেছে দিল্লিতে AAP সরকার গড়বে না। অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মানুষের জন্য কাজ করেছেন। আমরা আম আদমি পার্টির পক্ষেই ফল দেখব। আমরাই সরকার গড়ব।” 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal