Delhi Election Result 2025: বিজেপি না আপ? দিল্লির ‘বাঙালি’ এলাকার কোথায় কে জিতল…
![Delhi Election Result 2025: বিজেপি না আপ? দিল্লির ‘বাঙালি’ এলাকার কোথায় কে জিতল… Delhi Election Result 2025: বিজেপি না আপ? দিল্লির ‘বাঙালি’ এলাকার কোথায় কে জিতল…](https://i0.wp.com/bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2025/02/08/520195-delhi.png?w=991&resize=991,564&ssl=1)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজধানীর রায়! দিল্লিতে ‘কমল’ ছাপে কমল ‘আপ’! ২৭ বছর পর ফের দিল্লির ক্ষমতায় বিজেপি। পরাজিত আপ। ৪৮ আসন পেয়ে জয়ী বিজেপি। আর আপের ঝুলিতে মাত্র ২২টি আসন। কেজরিওয়াল নিজেও হেরে গিয়েছেন। নিউ দিল্লি আসনে ৪০০০ ভোটে প্রতিদ্বন্দ্বী বিজেপির পরভেশ ভার্মার কাছে পরাজিত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। জংপুরায় পরাজিত মণীশ সিসোদিয়াও। মাত্র ২৭০০ ভোটে কালকাজি আসনে জিতে কোনওরকমে মুখরক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী অতিশী মারলেনা।
এখন রাজনীতির বিশেষজ্ঞরা বলছেন, দিল্লি বিধানসভা নির্বাচনে এবার’মিডল ক্লাস’ বা মধ্যবিত্ত শ্রেণি বিজেপির দিকে ঝুঁকেছে বেশি। উত্তর, পশ্চিম, দক্ষিণ, সেন্ট্রাল ও নিউ দিল্লির যেসকল আসনে মধ্যবিত্ত শ্রেণির প্রভাব বেশি, তার বেশিরভাগেই জিতেছে বিজেপি। পাশাপাশি পূর্বাঞ্চলী ভোটাররাও আপের থেকে মুখ ফিরিয়ে বিজেপির দিকে ঝুঁকেছে। উত্তরপ্রদেশ ও বিহার থেকে আসা পূর্বাঞ্চলী ভোটার অধ্যুষিত এরকম ২৫টি আসনে বিজেপি জিতেছে।
আরও পড়ুন, Pravesh Sahib Singh Verma: বাবা-কাকার হাত ধরেই রাজনীতিতে, ‘জায়ান্ট কিলার’ পরভেশ দিল্লির ভোটে আগেও গড়েছেন রেকর্ড!
এখন দিল্লিতে বহু বাঙালির বাস। রাজধানীর সেইসব বাঙালি অধ্যুষিত এলাকার ফলাফল কী? দিল্লির বাঙালিরা কী বলছে? কোনদিকে তাঁদের ‘মত’দান করেছেন তাঁরা? ভোট ফলাফলের বিশ্লেষণ বলছে, দিল্লির বাঙালিরা ঝুঁকে গেরুয়া শিবিরের দিকেই। একমাত্র ২টি জায়গায় কালকাজি ও করোলবাগে আপ জিতেছে। বাকি গ্রেটার কৈলাশ, ত্রিলোকপুরী, পটপড়গঞ্জ, পালাম, উত্তমনগর, সঙ্গমবিহার, লক্ষ্মীনগরে বিজেপির-ই জয়জয়কার।
আরও পড়ুন, New Delhi election result: আসল ‘খেলা খেলে’ মধ্যবিত্ত শ্রেণী! দিল্লিতে আপ পরাজয়ের ৫ বড় কারণ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)