জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোমবার সকালে ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী। প্রাণভয়ে রাস্তায় নেমে এসেছিলেন দিল্লির মানুষ। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪। কিন্তু দিল্লির মানুষের এমন অদ্ভুত অভিজ্ঞতা নাকি বিগত ২৫ বছরে হয়নি। অনেকে বলছেন, তাঁরা কম্পনের সময়ে মাটির নীচ থেকে গর্জনের মতো শব্দ পেয়েছেন।
আরও পড়ুন, Delhi Earthquake | Earthquake prone cities in India: কেন রাজধানীতে বার বার ভূমিকম্প? দিল্লির মতোই ‘বিপদে’ দেশের আর কোন কোন শহর…
অনেকেই এই শব্দের কারণে আরও বেশি ভয় পেয়েছেন, কারণ তাদের মনে হয়েছিল বোমা ফাটছে অথবা কোনও হিংস্র প্রাণী গর্জন করছে। ভূমিকম্পের আওয়াজ ছাড়াও, এই বিকট শব্দ নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল দিল্লির ধৌলাকুঁয়া। কেন্দ্রস্থল ভূপৃষ্ট থেকে মাত্র ৫ কিলোমিটার গভীরে ছিল।
আগ্রা, আলওয়ার, মথুরা, মোরাদাবাদ, সাহারানপুরেও অনুভূত হয়েছে কম্পন।
আরও পড়ুন, School Bus Accident: ভয়ংকর! নিয়ন্ত্রণ হারিয়ে কচিকাঁচাদের নিয়ে স্কুলগাড়ি উল্টে পড়ল খালে, আশঙ্কাজনক…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)