রাজেন্দ্রনগর: দিল্লির পুরনো রাজেন্দ্রনগরে ভয়াবহ দুর্ঘটনা। বড় বাজার এলাকায় এক মদ্যপ চালকের ভুলে পথচারীরা গুরুতরভাবে আহত হন। এদের মধ্যে ৫ জন ইউপিএসসি প্রার্থী ছিলেন। আরেকজন ব্যক্তি সেই এলাকায় কাজের জন্য এসেছিলেন। তিনিও গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল ৬টা নাগাদ এই ঘটনা ঘটে। সেই গাড়ির (Delhi Car Accident) চালকের নাম জানা গিয়েছে প্রেম কুমার, বয়স ৪৫ বছর। তাঁকে ঘটনাস্থলেই আটক করা হয়েছে। পুলিশ ব্রেথ অ্যানালাইজার দিয়ে সেখানেই তাঁকে মদ্যপ প্রমাণ করেছে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ এম হর্ষবর্ধন জানিয়েছেন যে এই গাড়ি চালকের মেডিকেল পরীক্ষা চলছে। তাঁর রক্তের নমুনা নেওয়া হয়েছে অ্যালকোহলের মাত্রা কত ছিল তা জানার জন্য। আহতদের নাম জানা গিয়েছে লোকেশ, বেবি, শিবম, হর্ষিতা, স্টিফেন এবং বিপুল। তাদের সকলকেই (Delhi Car Accident) সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। খুব শীঘ্রই তাদের ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। তবে একজনের আরও কিছুদিন চিকিৎসা চালানো হবে বলে জানানো হয়েছে। এই ৬ জন পরীক্ষার্থীর অবস্থা এখন বেশ অনেকটাই স্থিতিশীল।
প্রেম কুমার একজন গাড়ি চালকের (Delhi Car Accident) কাজ করেন, ঘটনার সময় তাঁর মালিকের গাড়ি চালাচ্ছিলেন তিনি। তাঁকে সেই স্থলেই আটক করা হয়েছে, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হয়েছে। আহতদের জন্য ন্যয় বিচার চেয়ে স্থানীয়রা এবং বেশ কয়েকজন পরীক্ষার্থী একত্রিত হয়ে জমায়েত করতে থাকেন এই এলাকায়। সকলেরই দাবি যাতে এই গাড়ি চালক প্রেম কুমারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়। জনৈক ছাত্র জানিয়েছেন, ‘এই ধরনের ঘটনা একেবারে নতুন নয়। আর এই নির্মীয়মাণ বাড়ির জন্য হাঁটাচলার জায়গাও অনেক কমে গিয়েছে। বড় বাজার এলাকায় কোনও স্পিডব্রেকারও নেই। এটা হওয়ারই ছিল, কারণ কর্তৃপক্ষ এই বিষয়ে উদাসীন।’ এই দুর্ঘটনার পরে এলাকায় যান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হলেও কিছুক্ষণের মধ্যেই তা পুনরুদ্ধার করা হয়।
বালা কৃষ্ণা নামে আরেক ইউপিএসসি পরীক্ষার্থী স্পষ্ট জানান যে কর্তৃপক্ষ সব সময় ছাত্র-ছাত্রীদের দাবি অমান্য করে এসেছে। আগের বছর কোচিং সেন্টারে জল ঢুকে পড়ুয়াদের মৃত্যুর ঘটনাই হোক বা এই দিনের গাড়ির ধাক্কায় পড়ুয়াদের আহত হওয়ার ঘটনাই হোক, ছাত্র-ছাত্রীদের কথা ভাবেন না কর্তৃপক্ষ, এমনটাই মনে হয় জনৈক পড়ুয়ার।
আরও দেখুন