# Tags
#Blog

জাডেজার পরিবর্ত হিসেবে জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে চান দিল্লি ক্যাপিটালস তারকা

জাডেজার পরিবর্ত হিসেবে জাতীয় দলে নিজের জায়গা পাকা করতে চান দিল্লি ক্যাপিটালস তারকা
Listen to this article


নয়াদিল্লি: আন্তর্জাতিক টি-টোয়েন্টি (T20 World Cup 2024) থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই কুড়ির ফর্ম্য়াটে জাতীয় দলের জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সৌরাষ্ট্রের তারকা অলরাউন্ডার। কিন্তু এবার তাঁর জায়গা কে নেবেন? স্পিনার অলরাউন্ডার হিসেবে জাডেজার (Ravindra Jadeja) জুতোয় পা গলাতে চান আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে খেলা তরুণ ক্রিকেটার ললিত যাদব (Lalit Yadav)। যদিও ইতিমধ্যেই বাঁহাতি অলরাউন্ডারের জায়গায় নিজেকে প্রমাণ করার মরিয়া চেষ্টা করছেন ওয়াশিংটন সুন্দর। তবে ললিত মনে করেন, তিনিও হয়ে উঠতে পারেন টি-টোয়েন্টি ফর্ম্য়াটে জাতীয় দলে জাডেজার যোগ্য উত্তরসূরি।

এক সাক্ষাৎকারে ললিত যাদব বলেন, ”আমি অবশ্যই নিজেকে সেই দৌড়ে দেখতে চাই। অলরাউন্ডারের তালিকায় নিজেকে দেখতে চাই। দেশের হয়ে খেলা ও ভারতে জার্সি গায়ে চাপানোর স্বপ্ন আমি রোজ দেখি। এটাই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা।” দিল্লি প্রিমিয়ার লিগে পুরানি দিল্লি 6- র হয়ে খেলেছেন বছর সাতাশের ললিত। সাত ইনিংসে ৯৪ রান করেছেন ললিত। ২৩ ওভার বল করে ৪ উইকেট নিয়েছেন। ললিত বলছেন, ”আমি একেবারেই নিজের পারফরম্য়ান্সে সন্তুষ্ট নই। আমি আরও ক্ষিদে আরও বেড়ে গিয়েছে। আমি আরও ভাল পারফর্ম করতে চাই।”

২০২১ সালের আইপিএলে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ২৭ ম্য়াচে ২১ ইনিংসে খেলে ৩০৫ রান করেছেন ললিত। ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ৪৮। বল হাতে ১০ উইকেট নিয়েছেন তিনি। ফিল্ডার হিসেবেও ললিত বেশ কার্যকরী। মোট ১৬টি উইকেট নিয়েছেন। ১টি রান আউট করেছেন। গত টি-টােয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই রোহিত শর্মা ও বিরাট কোহলি এই ফর্ম্য়াটকে বিদায় জানিয়েছিলেন। ফাইনালের পরের দিন সেই তালিকায় নাম লেখান রবীন্দ্র জাডেজাও। তিনি নিজের সোশ্য়াল মিডিয়া মারফৎ নিজের অবসরের কথা ঘোষণা করে জাডেজা লেখেন, ‘অনেক স্মৃতি এবং কৃতজ্ঞতা নিয়ে আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। আমি নিজের দেশের হয়ে সবসময় নিজের সেরাটা দিয়েছে এবং বাকি ফর্ম্যাটে তেমনটাই করে যাব। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা স্বপ্নের মতো, আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি কেরিয়ারের সর্বোচ্চ প্রাপ্তি। সব স্মৃতি, সমর্থন এবং আমার হয়ে গলা ফাটানোর জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। রবীন্দ্র জাডেজা।’

আরও পড়ুন: ৬৯ বছর পর লখনউয়ে ঐতিহাসিক ইস্ট-মোহন দ্বৈরথ, ঘোষণা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal