NOW READING:
ইতিহাস তৈরি করলেন দীপিকা, প্রথম ভারতীয় হিসেবে হলিউড থেকে পাচ্ছেন এই সম্মান
July 4, 2025

ইতিহাস তৈরি করলেন দীপিকা, প্রথম ভারতীয় হিসেবে হলিউড থেকে পাচ্ছেন এই সম্মান

ইতিহাস তৈরি করলেন দীপিকা, প্রথম ভারতীয় হিসেবে হলিউড থেকে পাচ্ছেন এই সম্মান
Listen to this article


কলকাতা: নতুন ইতিহাস তৈরি করলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। হলিউডের ‘ওয়াক অফ ফেম’-এ ‘স্মারক তারা’ পাচ্ছেন অভিনেত্রী। জানা যাচ্ছে, দীপিকাই হলেন প্রথম ভারতীয়, যিনি এই সম্মান পেতে চলেছেন। হলিউড চেম্বার অফ কমার্স এই ঘোষণা করেছে বৃহস্পতিবার।  ‘মোশন পিকচার্স’ বিভাগে ঘোষণা করা হয়েছে অভিনেত্রীর নাম। মাইলি সাইরাস, টিমোথি চালামেট, হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট, ফরাসি অভিনেত্রী কোটিলার্ড, কানাডিয়ান অভিনেত্রী রাচেল ম্যাকঅ্যাডামস, ইতালিয়ান অভিনেতা ফ্রাঙ্কো নিরো এবং সেলিব্রিটি শেফ গর্ডন রামসেকেও হলিউড ওয়াক অফ ফেম তারকা সম্মানে ভূষিত করা হবে। 

এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই উচ্ছ্বসিত দীপিকা অনুরাগীরা। জানা যাচ্ছে, অভিনেত্রী যে স্মারক পুরষ্কার পাবেন, তার দাম আকাশছোঁয়া। এই সম্মান প্রাপ্তির নেপথ্যে রয়েছে দীর্ঘ পদ্ধতি, এমনটাই জানা যাচ্ছএ। হলিউড ওয়াক অফ ফেম-এর ওয়েবসাইট দেখলেই জানা যায়, যে কেউ তাঁর পছন্দের তারকাকে এই সম্মান পাওয়ার জন্য মনোনীত করতে পারেন। এমনকি কোনও অনুরাগীও এই মনোনয়ন জমা দিতে পারেন অথবা তারকাদের সহকারী দলও এই মনোনয়ন জমা দিতে পারে। এভাবেই মনোনীত হয়েছেন দীপিকা। 

এখানেই শেষ নয়। এই মনোনয়ন জমা পড়ার পরে, নির্দিষ্ট তারকার থেকে অনুমোদন নিতে হবে। তারকার পক্ষ থেকে অনুমোদন এলে কোনও স্পনসরকে এই বিশেষ সম্মানের জন্য টাকা দিতে হয়। সেই তারকা অবশ্য নিজে থেকেই ‘হলিউড ওয়াক অফ ফেম’-এর জন্য খরচ করতে পারেন। এই তারা তৈরি করতে এবং সেটির দেখভালের জন্য বড় অঙ্ক খরচ হয় সাধারণত। জানা যাচ্ছে, দীপিকার নামে তৈরি এই তারার দাম ৭৩ লক্ষ টাকা।

প্রসঙ্গত, সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, দীপিকা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান মানসিক শান্তির ওপর। চিরকালই দীপিকা মানসিক শান্তি নিয়ে, মানসিক পরিস্থিতি নিয়ে কথা বলায় বিশ্বাসী। তাঁর মতে, শুধু বলিউড কেন? প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কর্মক্ষেত্রেই মানসিক স্বাস্থ্য ভীষণভাবে অবহেলিত হয়। এর কারণ হল কোথাও কেউ মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেন না। তাঁর পরিবার অতি পরিচিত হলেও, বলিউডের সঙ্গে কোনও যোগ ছিল না। প্রকাশ পাড়ুকোন ছিলেন প্রথিতযশা ব্যাডমিন্টন তারকা। তাঁরই মেয়ে হিসেবে দীপিকাও প্রথম জীবনে ভেবেছিলেন ব্যাডমিন্টনই তাঁর পেশা হবে। সেই মতো তিনি খেলাও শিখেছিলেন। তবে দীপিকার ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। গ্ল্যামার দুনিয়া। দীপিকা কখনোই নাকি পারিশ্রমিকের পিছনে ছোটেননি। তিনি কেবল নিজের কাজটা করে গিয়েছেন মন দিয়ে। সেই কারণেই তিনি মানসিক স্বাস্থ্যের ওপর বেশি জোর দিতে চান। পারিশ্রমিক নিয়ে কথা বলতে চান না। 



Source link