NOW READING:
‘যারা মমতা বনাম অভিষেক বলছে তাদের থেকে সাবধানে থাকুন’, মন্তব্য দেবাংশুর
March 23, 2025

‘যারা মমতা বনাম অভিষেক বলছে তাদের থেকে সাবধানে থাকুন’, মন্তব্য দেবাংশুর

‘যারা মমতা বনাম অভিষেক বলছে তাদের থেকে সাবধানে থাকুন’, মন্তব্য দেবাংশুর
Listen to this article



<p>ABP Ananda Live: ‘তৃণমূলে মমতাই নেত্রী, সেনাপতি অভিষেক’। ফ্যামের সভায় দলীয় কর্মীদের ব্যাকরণ শেখালেন বাবুল সুপ্রিয়। তৃণমূলে রাশ কার হাতে? বিতর্কের মধ্য়ে বার্তা বাবুলের। তৃণমূলের যুবদের দলের ব্যাকরণ বুঝিয়েছি, বললেন বাবুল। ‘মমতা এবং অভিষেকের বদলে যারা মমতা বনাম অভিষেক বলছে তাদের থেকে সাবধানে থাকুন’ । ফ্যামের সভায় দলীয় কর্মীদের বার্তা দেবাংশু ভট্টাচার্যর।</p>
<p>&nbsp;</p>
<p><strong>হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের&nbsp;</strong></p>
<p>হাওড়ায় বিপর্যয় নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ সুকান্ত মজুমদারের। ‘মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফরে ব্যস্ত, তখন হাওড়ায় বহু মানুষ ঘরছাড়া। নবান্ন থেকে কিছু দূরেই ধসের জেরে দুর্ভোগে বহু মানুষ। প্রথমবার নয়, বাংলার মানুষ আগেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবুও মমতার জনবিরোধী সরকার এই ট্র্যাজেডি রোধে কিছুই করেনি। দুর্নীতিগ্রস্ত নেতারা সিন্ডিকেটের টাকা দিয়ে তাঁদের পকেট ভরতে ব্যস্ত ছিলেন! মানুষের জীবন রক্ষা করার পরিবর্তে, অবৈধ কারবারে যুক্ত তৃণমূল নেতারা’, এটা কেবল ব্যর্থতা নয় – এটি অপরাধমূলক অবহেলা!’ ‘বাংলার জনগণ এর জবাব পাওয়ার যোগ্য!'</p>
<p>&nbsp;</p>



Source link