NOW READING:
Kerala Shocker: প্রেমিকার ভালোবাসার জুসেই প্রেমিকের মৃত্যু! বাংলা পাড়ল না, কেরালায় মৃত্যুদণ্ড…
January 20, 2025

Kerala Shocker: প্রেমিকার ভালোবাসার জুসেই প্রেমিকের মৃত্যু! বাংলা পাড়ল না, কেরালায় মৃত্যুদণ্ড…

Kerala Shocker: প্রেমিকার ভালোবাসার জুসেই প্রেমিকের মৃত্যু! বাংলা পাড়ল না, কেরালায় মৃত্যুদণ্ড…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেমিককে জুস খাইয়ে হত্যার দায়ে কেরালায় এক নারীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। লোমহর্ষক এ ঘটনাটির দুই বছর পর আজ সোমবার আদালত এ রায় দেন। প্রসঙ্গত, ২৪ বছরের এই মহিলা তার ২৩ বছরের বয়ফ্রেন্ড শ্যারন রাজের সঙ্গে যে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক থেকেই বেরোনোর জন্য এমন একটি হাড়হিম করা পদক্ষেপ নিয়েছিলেন। 

আরও পড়ুন: কানাডায় ৩৬ লাখের চাকরি ছেড়েছেন, সত্যের খোঁজে মহাকুম্ভে আইআইটি বাবা

কেরালার লোকাল কোর্ট, প্রেমিক শ্যারন রাজকে হত্যাকাণ্ডে প্রেমিকা গ্রিজমা এবং তার মামাকে এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। রায় ঘোষণার সময় বিচারক বলেন, দোষীর বয়স বিবেচনা করে অপরাধকে ছোট করে দেখার সুযোগ নেই। 

গ্রিজমার পক্ষ থেকে তার অ্যাকাডেমিক সাফল্য, অতীতের অপরাধমূলক কর্মকাণ্ড না থাকা এবং বাবা-মায়ের একমাত্র সন্তান হওয়ার বিষয়টি উল্লেখ করে সাজা কমানোর আবেদন করা হয়েছিল। কেরালায় গ্রিজমা সর্বকনিষ্ঠ, যিনি সর্বোচ্চ শাস্তি পেলেন। প্রযুক্তিগত সহায়তায় তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। ২০২২ সালে শ্যারন রাজকে হত্যার উদ্দেশ্যে বিষাক্ত আয়ুর্বেদিক তরল খাইয়ে ছিলেন গ্রিজমা। তার ১১ দিন পর অঙ্গ-প্রত্যঙ্গ অকার্যকর হয়ে রাজ মারা যান। 

গ্রিজমার বিয়ে ঠিক হয়েছিল একজন সেনা কর্মকর্তার সঙ্গে। তবে সম্পর্ক থেকে বের হতে নারাজ ছিলেন শ্যারন রাজ। এজন্য তাকে হত্যার সিদ্ধান্ত নেন গ্রিজমা। বেশ কয়েকবার জুসে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছিলেন তিনি। তবে তাতে সফল হননি।
অবশেষে জুস খাওয়ার চ্যালেঞ্জ দেখিয়ে তাকে হত্যা করে গ্রিজমা।

আরও পড়ুন: মহাকুম্ভে পুড়ে ছাই শতাধিক তাঁবু! উদ্ধারে ঝাঁপিয়ে পড়ল ভারত সেবাশ্রম সংঘ…

প্রসঙ্গত, আজ আরজি কর হত্যা এবং ধর্ষণ-কাণ্ডে শিয়ালদহ আদালত সাজা ঘোষণা করে। সেখানে বিচারক অনির্বাণ দাস জানান, যেহেতু এটি বিরল থেকে বিরলতম কেস না। তাই সঞ্জয় রায়কে ফাঁসির সাজা দেওয়া যাবে না। তার বদলে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনান তিনি। এখানেই প্রশ্ন সাধারণ মানুষের কাছে বিরল থেকে বিরলতম ঘটনার সংজ্ঞা তাহলে কী? 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link