<p>ED Raid: লটারি-কেলেঙ্কারির তদন্তে, কলকাতা-সহ বিভিন্ন জায়গায়, ম্য়ারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বৃহস্পতিবার এবং শুক্রবার কলকাতার লেক রোড, লেক মার্কেট এলাকা থেকে উত্তর ২৪ পরগনার মাইকেলনগরে তল্লাশি অভিযান চালান ইডি অফিসাররা। তল্লাশিতে নগদ প্রায় ন’কোটি উদ্ধার হয়েছে বলে এজেন্সি সূত্রে দাবি। টাকা গুনতে আনা হয় একাধিক মেশিন। ‘লটারি কিং’ সান্তিয়াগো মার্টিনের সংস্থা ‘ফিউচার গেমিং’ এবং তাঁর সহযোগীদের একাধিক ঠিকানায় হানা দিয়ে, প্রায় ৯ কোটি টাকা উদ্ধার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপরই, এদিন নির্বাচনী বন্ডে তৃণমূলকে ‘ফিউচার গেমিং’-এর চাঁদা দেওয়া নিয়ে আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল। লটারি-কেলেঙ্কারিতেও এবার প্রভাবশালী-যোগের অভিযোগ। ফিউচার গেমিং নামে যে সংস্থা ডিয়ার লটারি চালায়, তার মালিক এবং তাঁর ঘনিষ্ঠদের একাধিক ঠিকানায় অভিযান চালান ইডি অফিসাররা। বাজেয়াপ্ত হয় প্রায় ন’কোটি টাকা। গোয়েন্দাদের অনুমান, লটারির মাধ্য়মে প্রচুর কালো টাকা সাদা হয়েছে। একাধিক প্রভাবশালীর কাছেও পৌঁছেছে টাকা। কারা তারা? সেই সূত্রের খোঁজ চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।</p>
Source link
লটারি-কেলেঙ্কারির তদন্তে তল্লাশি ইডির
Read Time:2 Minute, 2 Second