জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চিনের উত্তর এবং পশ্চিমে এখন ভয়াবহ পরিস্থিতি। সেখানে ভূমিধস, হড়পা বান (Deadly floods sweep Chinas) চলছেই। কেননা, সেখানে মাত্র কয়েকঘণ্টায় হয়েছে গোটা একমাসের বৃষ্টি! পিছনে ‘প্লাম রেইনে’র (Plum Rains in China) বিষাক্ত ছোবল! উদ্ধারকারী দল হাঁফিয়ে পড়েছে মানুষজনকে উদ্ধার করতে!
আরও পড়ুন: Navpancham Yog Shani: ৩০ বছর পরে শনি তৈরি করেছেন নবপঞ্চম রাজযোগ! তাঁর কৃপায় সাফল্যের তুঙ্গে এই রাশির জাতকেরা, টাকার প্লাবন…
আরও পড়ুন: 900 Earthquakes: ৯০০ ভূমিকম্প! ৫ জুলাইয়ের দু’দিন আগেই সত্যি হতে শুরু বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণী!
১৮,০০০ মানুষকে…
ভয়াবহ বন্যার মুখে পড়েছে চিন। চিনের হুবেই প্রদেশে মাত্র ১২ ঘণ্টার ভেতর এত পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যা এক মাসের বেশি সময় ধরে হওয়া বৃষ্টিপাতের প্রায় সমপরিমাণ। অতিরিক্ত এই বর্ষণ পরিস্থিতিকে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে। ইতিমধ্যেই এর জেরে প্রায় ১৮,০০০ মানুষকে নিরাপদ স্থানে স্থানান্তর করতে হয়েছে।
জিয়ানফেং শহরে…
চিনের জিয়ানফেং শহরের অবস্থা বেশি সঙ্গিন। টানা ভারী বর্ষণের কারণে সেখানে শহর জুড়ে বন্যা দেখা দিয়েছে। খরস্রোতা জলের তোড়ে ভেসে গিয়েছে রাশি রাশি গাড়ি। প্রায় তিন লাখ মানুষের এই শহরে ব্যাপক বৃষ্টিপাতের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। কাদামিশ্রিত জলের তীব্র স্রোতে শহরের রাস্তায় বিভিন্ন জিনিসপত্র ভাসতে দেখা গিয়েছে। ভারী বৃষ্টির ফলে জল ও বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
হেনান, গুয়াংশি প্রদেশে…
এদিকে বন্যার কারণে চিনের হেনান প্রদেশে কিছু লোকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। কিছু লোক এখনও নিখোঁজ। মাত্র ৩ ঘণ্টার ভেতর দুটি গ্রামে প্রচুর বৃষ্টিপাত হয়েছে। চিনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশি প্রদেশেও ভয়ংকর বন্যাপরিস্থিতি। বন্যায় আটকে পড়া এক ব্যক্তিকে ড্রোন ব্যবহার করে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযানের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, বন্যাজলে ভেসে যাওয়া একটি এলাকায় ড্রোন উড়ছে এবং তার সঙ্গে যুক্ত একটি লম্বা দড়ির সাহায্যে ছাদের উপর আটকা পড়া এক ব্যক্তিকে নিরাপদ স্থানে নামিয়ে আনা হচ্ছে! এই উদ্ধার অভিযান অবশ্য পূর্বপরিকল্পিত ছিল না। ড্রোনটির মালিক সাধারণত সার ছিটনো ও নির্মাণসামগ্রী পরিবহণে তাঁর ড্রোনটি ব্যবহার করেন। বন্যার সময় যখন তিনি স্থানীয়দের সামগ্রী সরিয়ে নিচ্ছিলেন, তখনই তিনি ওই ব্যক্তিকে দেখেন এবং ড্রোনের সাহায্যে তাঁকে উদ্ধার করেন।
আবহাওয়া বদল
চিনের আবহাওয়াবিদেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণেই এরকম ঘটেছে। ঘনঘন বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। বাড়ছে আকস্মিক বন্যা হওয়ার আশঙ্কা। চিনের এক জলবায়ু বিশেষজ্ঞ জানিয়েছেন, ভূ-প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নির্দিষ্ট কোনো এলাকায় কত পরিমাণ বৃষ্টি হবে, তা সঠিকভাবে নির্ণয় করাও ইদানীং বেশ জটিল হয়ে দাঁড়াচ্ছে।
‘প্লাম রেইনস’ কাকে বলে?
‘প্লাম রেইনে’র বিষাক্ত ছোবলেই এই পরিস্থিতি! ‘প্লাম রেইন’ই কালপ্রিট। কী ‘প্লাম রেইন’? ‘প্লাম রেইন’ হল একটি রূপক নাম। আসলে চিনের ইয়াংসি নদীর অববাহিকায় ঠিক যে সময়ে প্লাম ফল পাকতে শুরু করে ঠিক সেই সময়েই সেখানে বৃষ্টিপাত হয়। ফলের সঙ্গে নাম মিলিয়ে তাই অপয়া এই বৃষ্টির নাম দেওয়া হয়েছে ‘প্লাম রেইনস’।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)