বিশাখাপত্তনম: ট্র্যাভিষেক আতঙ্ক!
প্রতিষেধক রয়েছে অক্ষর পটেল ও তাঁর দিল্লি ক্যাপিটালসের হাতে। মিচেল স্টার্ক (Mitchell Starc)। যাঁর বিরুদ্ধে একেবারেই স্বচ্ছন্দ থাকেন না ট্র্যাভিস হেড (Travis Head)। স্টার্কের ২৯ বল খেলে পাঁচবার আউট হয়েছেন হেড। করেছেন মাত্র ৮ রান। গত আইপিএলে কোয়ালিফায়ার ওয়ানে স্টার্কের বলে বোল্ড হয়ে গিয়েছিলেন হেড। আত্মবিশ্বাস এমনই তলানিতে নেমেছিল যে, ফাইনালে যখন ফের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ, স্ট্রাইক নেওয়ার জন্য পার্টনার অভিষেক শর্মাকে এগিয়ে দিয়েছিলেন হেড।
সেই স্টার্ক এখন দিল্লির সেরা পেস অস্ত্র। রবিবার বিশাখাপত্তনমে ঘরের মাঠে তিনিই দিল্লির পেস বোলিংকে নেতৃত্ব দেবেন। স্টার্ক ফের বল হাতে জ্বলে ওঠা মানে দিল্লির সুবিধা। কুলদীপ যাদব, অক্ষর পটেল, মুকেশ কুমার – দিল্লির বোলিংয়ে ভারসাম্য বেশ ভাল। গতবার দিল্লির বিরুদ্ধে ট্র্যাভিষেক জুটি পাওয়ার প্লে-তে ১২৫ রান তুলে রেকর্ড গড়েছিল। রবিবার কী হবে ?
প্রথম ম্যাচ জিতেছে দিল্লি। অন্যদিকে, হায়দরাবাদ লখনউ সুপার জায়ান্টসের কাছে হেরে নামছে এই ম্যাচে। মানসিকভাবে এগিয়ে থাকবে দিল্লিই। আর দিল্লির আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যেতে পারে কারণ, এই ম্যাচে মাঠে ফিরতে চলেছেন কে এল রাহুল। সন্তাসম্ভবা স্ত্রী আথিয়ার পাশে থাকবেন বলে যিনি প্রথম ম্যাচে খেলতে পারেননি। তবে কন্যাসন্তানের বাবা হওয়ার পরে দলে যোগ দিয়েছেন রাহুল। তিনি রবিবার খেলবেনও।
রাহুল ফিরলে টপ অর্ডার ব্যাটিং নিয়ে সমস্যা কাটতে পারে দিল্লির। তবে রাহুল কত নম্বরে ব্যাট করেন, দেখার। মনে করা হচ্ছে চার নম্বরে সমীর রিজভির জায়গায় খেলানো হবে রাহুলকে। আগের ম্যাচে গোড়ালিতে চোট পেয়েছিলেন পেসার মুকেশ কুমার। তাঁকে নিয়েও সামান্য সংশয় রয়েছে। কাঁধে চোট রয়েছে টি নটরাজনের। মুকেশ ছিটকে গেলে দর্শন নালকাণ্ডে সুযোগ পেতে পারেন একাদশে। দুষ্মন্ত চামিরাকে খেলানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে জেক ফ্রেজার ম্যাকগার্ককে বসানো হতে পারে।
You’re loved. You’re ours. You’re home. 🥹
Welcome to Dilli, KLR 💙❤️ pic.twitter.com/qUBPHAYUyU
— Delhi Capitals (@DelhiCapitals) March 29, 2025
হায়দরাবাদ দলে অবশ্য কোনও চোট আঘাত নেই। রবিবার দু’দলের দুপুরের ম্যাচ। বিশাখাপত্তনমের উইকেট ব্যাটিংয়ের জন্য আদর্শ। প্রথমে ব্যাট করা দল দুশোর বেশি রান তুলতে পারে বলেই পূর্বাভাস। জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আরও দেখুন