সিডনি: আইপিএলের রিটেনশনের তালিকায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাঁর নাম রাখেনি। তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল। নিলামে নিজের নাম নথিভুক্ত করেছেন তিনি। যদিও এরই মধ্য়ে বিগ ব্যাশ লিগে অধিনায়ক হলেন ডেভিড ওয়ার্নার (David Warner)। সিডনি থান্ডার শিবির তাঁকে নতুন অধিনায়ক ঘোষণা করল। বল বিকৃতি কাণ্ডে অভিযুক্ত হওয়ার পর থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়ার্নারের নেতৃত্ব পাওয়ার ওপরে নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তার পরই সিডনি থান্ডারের অধিনায়ক হিসেবে ঘোষিত হলেন ডেভিড ওয়ার্নার।
কিছুদিন আগেই আইপিএলের রিটেনশনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সব ফ্র্যাঞ্চাইজি। দিল্লি ক্যাপিটালসের জার্সিতে বিগত কয়েক মরশুমে খেলেছেন ওয়ার্নার। কিন্তু দিল্লি ফ্র্য়াঞ্চাইজি ওয়ার্নারকে এবার ধরে রাখেনি। তবে আইপিএলে নিলাম পর্বে নিজের নাম নথিভুক্ত করেছেন বাঁহাতি অজি পেসার। চলতি বছরের শুরুর দিকেই পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের শুরুতেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ওয়ার্নার। আটত্রিশ পেরনো ওয়ার্নার আইপিএলের ইতিহাসে অন্য়তম সফল ব্যাটার। ঝুলিতে প্রচুর রান রয়েছে। সানরাইজার্স অধিনায়ক হিসেবে আইপিএলও জিতেছিলেন। এরপর দিল্লির নেতৃত্বভারও সামলেছিলেন। নতুন দায়িত্ব পেয়ে ওয়ার্নার জানিয়েছেন, ”এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে ফের মাঠে নামতে পারব। এটা আমার কাছে দারুণ অনুভূতি। গর্বেরও বিষয়। আমি দলের অধিনায়ক হিসেবে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি। নিজের অভিজ্ঞতা তরুণ প্লেয়ারদের সঙ্গে ভাগ করে দিতে চাই।”
আগামী ২৪ ও ২৫ নভেম্বর আইপিএলের নিলাম পর্ব আয়োজিত হবে। শোনা যাচ্ছিল দেশে নয়, দেশের বাইরেই আয়োজিত হবে এই নিলাম। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। সৌদি আরবের জেড্ডায় এবারের আইপিএলের মেগা নিলামের আসর বসতে চলেছে। ২৪ ও ২৫ নভেম্বর, দুইদিন ধরে চলবে এই মেগা নিলাম। নিলামে মোট ১৫৭৪ জন ক্রিকেটার নিজেদের নাম নথিভুক্ত করিয়েছেন। এদের মধ্যে ১১৬৫ জন ভারতীয় ও ৪০৯ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন ৩২০ জন ক্রিকেটার নাম নথিভুক্ত করিয়েছেন। তবে ভারতীয়র সংখ্যা এক্ষেত্রে মাত্র ৪৮। বিদেশি মোট ২৭২ জন ক্যাপড ক্রিকেটার আইপিএলের নিলামে নিজেদের নাম লিখিয়েছেন। রয়েছেন ১২২৪ জন আনক্যাপড। এক্ষেত্রে ভারতীয়দের সংখ্যা যেমন অনেকটাই বেশি।
আরও দেখুন