NOW READING:
Horrific Incident in Bihar: রেলস্টেশনে পঙ্গু বাবার সেবায় ব্যস্ত মেয়ে, তাঁকেও ছাড়ল না বর্বররা! কাকভোরে দেহ ছিঁড়েখুঁড়ে…
April 29, 2025

Horrific Incident in Bihar: রেলস্টেশনে পঙ্গু বাবার সেবায় ব্যস্ত মেয়ে, তাঁকেও ছাড়ল না বর্বররা! কাকভোরে দেহ ছিঁড়েখুঁড়ে…

Horrific Incident in Bihar: রেলস্টেশনে পঙ্গু বাবার সেবায় ব্যস্ত মেয়ে, তাঁকেও ছাড়ল না বর্বররা! কাকভোরে দেহ ছিঁড়েখুঁড়ে…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা বিশেষভাবে সক্ষম। তাই বাবাকে নিয়ে মেয়ে নিয়ে গিয়েছিল চিকিত্‍সা করাতে। বাড়ি ফেরার জন্য ট্রেন ধরতে স্টেশনে এসে পৌঁছায় তাঁরা। কিন্তু ট্রেন মিস করায় রাতভর স্টেশনেই কাটাতে হয় বাবা-মেয়েকে। আর সেখানেই ঘটে নারকীয় কাণ্ড। ফের গণধর্ষণের শিকার এক মহিলা। ঘটনাটি ঘটে বিহারের গোপালগঞ্জে।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশ থেকে বিশেষভাবে সক্ষম বাবার চিকিত্‍সার জন্য গোপালগঞ্জে আসে। রবিবার রাতে শ্যামপুরের কাছের একটি ডাক্তারের ক্লিনিকে চিকিৎসা করানোর পর তাঁরা সাসামুসা রেলস্টেশনে আসে। কিন্তু ট্রেন চলে যায়। তাই বাবা-মেয়ে স্টেশনেই রাতে থেকে যায়।

আরও পড়ুন:Road Accident: দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই ভয়ংকর দুর্ঘটনা! ঝড়ে উল্টে গেল গাড়ি, আহত…

আরও পড়ুন:Worms in Ice Cream: প্যাকেট ছিঁড়তেই আইসক্রিম থেকে কিলবিল করে বেরোচ্ছে পোকা! কারখানা বন্ধ করল প্রশাসন…

ভোর চারটার দিকে নির্যাতিতা স্টেশনের হ্যান্ড পাম্পেজল আনতে যান। সেখানেই তিন বর্বর মিলে তাঁকে মারধর করে। জোর করে টেনেহিঁচড়ে সেখান থেকে দূরে নিয়ে যায়। তারপর তাকে একের পর এক মিলে গণধর্ষণ করে। ঘটনার পর বর্বররা সেখান থেকে পালিয়ে যায়। নির্যাতিতার আর্তনাদ শুনে ছুটে আসে স্থানীয়রা। তত্‍ক্ষণাত্‍ পুলিসকে খবর দেওয়া হয়।

কুচায়কোট পুলিস নির্যাতিতার বয়ানের ভিত্তিতে একজন অভিযুক্তকে আটক করে। বাকি দুজনকে পাকড়াও করতে পুলিস অভিযান চালাচ্ছে। ইতোমধ্যে এলাকার একটি নিকটবর্তী হাসপাতালে চিকিত্‍সাধীন নির্যাতিতা। গোপালগঞ্জের এসপি অবধেশ দীক্ষিত গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। শুধু তাই নয়, তিনি প্রতিশ্রুতি দিয়েছেন বাকি অভিযুক্ত খুব তাড়াতাড়ি ধরা পড়বে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link