<p><strong>বাচ্চু দাস, দার্জিলিং:</strong> বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হল ফুলবাড়িতে। শনিবার ফুলবাড়ির পানীয় জল প্রকল্পের ভিতরে ডোবার জল থেকে উদ্ধার করা হয় কচ্ছপটিকে।জানা গিয়েছে, উদ্ধার হওয়া কচ্ছপটির ওজন প্রায় ১ কেজি। পরবর্তীতে কচ্ছপটিকে তুলে দেওয়া হবে বনকর্মীদের হাতে।</p>
<p>অতীতে উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি স্টেশনেও কচ্ছপ পাচারের পর্দাফাঁস হয়েছিল। নৈহাটি স্টেশনে ট্রেনে চল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছিল বেশ কিছু কচ্ছপ। এই কচ্ছপগুলির আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় ৪ লক্ষ টাকা। শিয়ালদাগামী ডাউন গোরক্ষপুর পূর্বাঞ্চল এক্সপ্রেস নৈহাটি স্টেশনে পৌঁছায় ঠিক তখন ট্রেনে উঠে পড়েন জিআরপি ও আরপিএফের আধিকারিকরা। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই ট্রেনে তল্লাশি চালানো হয়েছিল । ট্রেনের মধ্যে বিপুল পরিমাণ ব্যাগ দেখে সন্দেহ হয় জিআরপি এবং আরপিএফ কর্তাদের । এরপর ওই ব্যাগ খুলতেই বেরিয়ে এসেছিল কচ্ছপ।</p>
<p>এরপর আরও পাঁচটি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয় । তারপর ওই ব্যাগের মালিককে খুঁজে পান নৈহাটি জিআরপি ও আরপিএফ এর আধিকারিকরা। তাঁর নাম বিক্রম বলে জানা যায়। জিআরপি তরফ থেকে বিক্রম ও তার পরিবারের ৬ জনকে নৈহাটি স্টেশনে জিআরপি অফিসে নিয়ে আসা হয় । বিক্রমকে জিজ্ঞাসাবাদ করতে জানা যায়, তাঁর বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুর এলাকায়। তাঁর সঙ্গে ৬ জন মহিলা ও একজন শিশুও রয়েছে । তাঁদের আটক করা হয়েছিল। জিআরপির সূত্রে জানানো হয়, যে কচ্ছপ গুলো উদ্ধার হয়েছে তার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা ।</p>
<p>সম্প্রতি চোরাকারবারীদের থেকে ভারতীয় স্টার কচ্ছপ (বিপন্ন প্রজাতি) উদ্ধার করেছিল বি.এস.এফ। ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর জালে ধরা পড়েছিল ২৯৬টি কচ্ছপ-সহ একজন বাংলাদেশি পাচারকারী ৷ দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে ৫ ব্যাটালিয়ন বি.এস.এফ বর্ডার ফাঁড়ি ডোবারপাড়ার সজাগ জওয়ানরা। ভারত-বাংলাদেশ সীমান্তে বন্যপ্রাণী চোরাচালানকে বাধা দেয় এবং বাংলাদেশের চোরাচালানকারীর কাপড়ের ব্যাগ থেকে বিপন্ন ভারতীয় স্টার কাছিম গুলিকে উদ্ধার করেছিল। ভারত থেকে বাংলাদেশে পাচারের সময় ২৯৬টি ভারতীয় স্টার কাছিম-সহ চোরাকারবারীকে আটক করেছিল।</p>
<p><strong> </strong>আরও পড়ুন, <a title="আবাসের ঘর পেতে টাকা দাবি ! দক্ষিণ দিনাজপুরে BDO অফিসের কর্মীর ভিডিও ভাইরাল" href="https://bengali.abplive.com/district/west-bengal-pmay-scam-south-dinajpur-bdo-office-staff-claims-money-video-going-viral-1105850" target="_self">আবাসের ঘর পেতে টাকা দাবি ! দক্ষিণ দিনাজপুরে BDO অফিসের কর্মীর ভিডিও ভাইরাল</a></p>
<p> অফিসার জানান যে, চোরাচালানকারীদের আটকাতে এবং বিলুপ্তপ্রায় প্রজাতির উদ্ধারে বি.এস.এফের ভূমিকা কেবল সীমান্ত নিরাপত্তা নয়, এই অঞ্চলের সমৃদ্ধ জীববৈচিত্র্য সংরক্ষণেও তাঁদের ভূমিকা তুলে ধরে। বি.এস.এফ একটি শক্তিশালী বার্তা পাঠায় যে চোরাচালান কার্যকলাপ সহ্য করা হবে না, বিপন্ন প্রজাতির সুরক্ষা এবং সীমান্ত অঞ্চলের অখণ্ডতা নিশ্চিত করা।</p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। <a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&source=gmail&ust=1731843516667000&usg=AOvVaw39oG1lxKrDU0HZT6hJiXIv">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a> </em></strong></p>
<div class="yj6qo"> </div>
<div class="adL"> </div>
Source link
বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার ফুলবাড়িতে !
Read Time:5 Minute, 43 Second