দার্জিলিং: দার্জিলিং হাসপাতালেই কর্মীর হাতে আক্রান্ত অ্যাসিস্ট্যান্ট সুপার। অভিযোগ, ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এমার্জেন্সি বিভাগে কাজ দেওয়ার আক্রোশে মত্ত অবস্থায় হামলার অভিযোগ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত কর্মীকে।
আক্রান্ত অ্যাসিস্ট্যান্ট সুপার: দার্জিলিঙের হাসপাতালের (Darjeeling Hospital Incident) মধ্যে অ্যাসিসস্টেন্ট সুপারকে ধারালো অস্ত্রের আঘাত করার অভিযোগ। অভিযোগ, মদ খেয়ে অ্যাসিসস্টেন্ট সুপারকে আঘাত করেছে হাসপাতালের এক কর্মীর। অ্যাসিসস্টেন্ট সুপার উজ্বল দের অভিযোগ, হাসপাতালের রেকর্ড রুমে কাজ করত না। এমার্জেন্সি বিভাগে কাজের নির্দেশ দিতেই আঘাত করে ওই কর্মীর। আঘাতের জেরে হাসপাতালে ভর্তি অ্যাসিসটেন্ট সুপার। ঘটনায় ওই কর্মীকে গ্রেফতার করে পুলিশ।
আরও দেখুন