প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: বন্ধুদের সঙ্গে দামোদর নদে স্নান (Drowning Death) করতে গিয়ে বিপত্তি। ব্রিজের নিচে নদের জলে তলিয়ে গেলে খনি কর্মী বছর ২১-এর অভিজিৎ মণ্ডল। ডুবুরি নামিয়ে তল্লাশি চলছে। ঘটনার পর দুদিন পেরিয়ে গেলে এখনও মেলেনি দেহের হদিশ।
তলিয়ে গেলেন যুবক: বুধবার দুপুরে অভিজিৎ মণ্ডল বেশ কয়েকজন বন্ধুদের সঙ্গে দামোদর নদে স্নান করতে যান। সেই সময়ে নদের ঘুর্ণিতে স্নান করতে নামাই হঠাৎ করে তলিয়ে যান তিনি। সঙ্গে থাকা বন্ধুরা পুলিশ প্রশাসনকে খবর দিলে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ ও মেজিয়া থানার পুলিশ একযোগে উদ্ধারকাজে নামে। তল্লাশির অভিযান এখনও চলছে। জানা গেছে ওই যুবক ই সি এল-এর সোনপুর বাজারি এরিয়ায় কর্মরত ছিল। গতকাল থেকে মৃতদেহ উদ্ধার না করতে পারার কারণে আত্মীয়রা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন পরে পুলিশের সঙ্গে আলোচনার পর অবরোধ তুলে নেন অবরোধকারীরা। এখনো প্রশাসনের তরফ থেকে ডুবুরি নামিয়ে তল্লাশি অভিযান চলছে।
এদিকে প্রতিবেশীকে দাহ করতে গিয়ে গত ২৭ মার্চ আহিরিটোলায় গঙ্গায় তলিয়ে যান তরুণ। উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ২৩ বছরের তরুণ মৃত সৌমেন মুন্সি মানিকতলার বাসিন্দা। নিমতলা শ্মশানঘাটে প্রতিবেশীর দাহকাজ শেষ করে দুুই পরিচিতকে নিয়ে আহিরিটোলা ঘাটে স্নান করতে যান সৌমেন। সেখানেই তলিয়ে যান ৩ জন। স্থানীয়রা উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে সৌমেনকে মৃত বলে ঘোষণা করা হয়। স্থানীয়দের দাবি, গঙ্গার ঘাটে কংক্রিটের ঢাল থেকে রিভার বেডের গভীরতা ৫-৬ ফুট। গভীরতা আন্দাজ করতে না পেরেই তলিয়ে যান ওই ৩ জন। প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটলেও পুলিশ ও পুরসভা সতর্কীকরণের কোনও ব্যবস্থা নেয়নি বলে স্থানীয়দের অভিযোগ ওঠে।
এই ঘটনার একদিন পরে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু হয় ৩ যুবকের। মর্মান্তিক ঘটনা ঘটে পশ্চিম বর্ধমানের বুদবুদের গোবিন্দপুর এলাকায়। একটি পুকুরের পাড়ে পিকনিক করছিলেন চার বন্ধু। তাঁদের মধ্যে ৩ জন পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যান। বিপদ বুঝতে পেরে পুকুরপাড়ে থাকা বন্ধু স্থানীয়দের খবর দেন। দমকলের সঙ্গে এলাকায় পৌঁছে যায় কাঁকসা ও বুদবুদ থানার পুলিশ। সন্ধের মধ্যে একে একে ৩ জনকে উদ্ধার করা হয়। দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। মৃত অরিত্র পাল, কৌশিক পাল ও প্রীতম পাঁচাল তিনজনই পানাগড়ের বাসিন্দা। শুধুমাত্র কৌশিক পাল বর্ধমানে থাকছিলেন।
আরও দেখুন