NOW READING:
Minor Dalit girl gang-raped: ২ মাস নাগাড়ে গণধর্ষণ! ১৪-র দলিত মেয়েকে জোর করে অ্যাসিড দিয়ে চামড়া পুড়িয়ে, তারপর এক এক জন…
March 6, 2025

Minor Dalit girl gang-raped: ২ মাস নাগাড়ে গণধর্ষণ! ১৪-র দলিত মেয়েকে জোর করে অ্যাসিড দিয়ে চামড়া পুড়িয়ে, তারপর এক এক জন…

Minor Dalit girl gang-raped: ২ মাস নাগাড়ে গণধর্ষণ! ১৪-র দলিত মেয়েকে জোর করে অ্যাসিড দিয়ে চামড়া পুড়িয়ে, তারপর এক এক জন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গা শিউড়ে ওঠা ঘটনা ঘটল মোরাদাবাদে। বছর চোদ্দোর এক নাবালিকার উপর অকথ্য অত্যাচারের হাড়হিম ঘটনা প্রকাশ্যে এল যোগীরাজ্যে। প্রায় ২ মাস আটকে রেখে প্রতিদিন একাধিকবার গণধর্ষণের অভিযোগে অভিযুক্ত চারজন। পুলিস সূত্রে জানা গিয়েছে, শুধু ধর্ষণই নয়, কিশোরীর চামড়া পুড়িয়ে ‘ঔঁ’ লিখে দেওয়া হয়। জোর করে খাইয়ে দেওয়া হয় মাংস। এসবের সঙ্গেই চলতে থাকে নারকীয় অত্যাচার। 

আরও পড়ুন, Allahabad High Court: নির্যাতিতাকে ‘বিয়ে করা’র শর্তে জামিন মঞ্জুর ধর্ষণে অভিযুক্তের!

ভগতপুর থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও), সঞ্জয় কুমার পাঞ্চাল তার পরিবারের সদস্যদের দায়ের করা অভিযোগ অনুসারে জানান, মেয়েটিকে অপহরণ করার পর অভিযুক্তরা তার চামড়া পুড়িয়ে অ্যাসিড দিয়ে হাতে ‘ঔঁ’ ট্যাটু তৈরি করে। জোর করে তাকে মাংসও খাওয়ানো হয়েছিল। এরসঙ্গেই বারবার নির্যাতনের শিকার হতে থাকে মেয়েটি। পুলিস আরও জানিয়েছে, এই অপরাধে চারজন লোক জড়িত। একজনকে গ্রেফতার করা হলেও বাকি তিনজনকে এখনও ধরা যায়নি। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

পরিবারের দায়ের করা অভিযোগ, দর্জির কাছে যাওয়ার পথেই মেয়েটিকে ২ জানুয়ারি অপহরণ করা হয়। অভিযুক্ত সলমান, জুবেইর, রশিদ এবং আরিফ জোর করে কিশোরীকে গাড়িতে তোলে। এরপর মাদক ব্যবহার করে অচেতন করে একটি পরিক্তত্য জায়গায় নিয়ে যায়। যেখানে তারা তাকে একটি ঘরে বন্ধ করে লাগাতার ধর্ষণ করতে থাকে। 

প্রায় মাস দুয়েক পর কোনও রকমে পালিয়ে আসে ওই কিশোরী। তার পরিবার তত্ক্ষণাত পুলিসে অভিযোগ দায়ের করে ভারতীয় নয়া সংহিতার শিশুদের সুরক্ষা (পসকো) আইন এবং তফশিলি জাতি-উপজাতি সুরক্ষা আইন অনুসারে। পুলিস সুপার (গ্রামীণ) কুনওয়ার আকাশ সিং এই ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে অভিযুক্তদের একজন সলমানকে মঙ্গলবার গ্রেফতার করে। বাকি সন্দেহভাজনদের খোঁজ করার চেষ্টা চলছে। এদিকে, মেয়েটির পরিবার অভিযোগ করেছে এফআইআর তুলে নেওয়ার জন্য তাদের ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে।

আরও পড়ুন, Kedarnath: কেদারে ম্যাজিক! গৌরীকুণ্ড থেকে ধুঁকতে-ধুঁকতে হাঁটার দিন শেষ, ১২ ঘণ্টার পথ যেতে সময় লাগবে মাত্র ৩৬ মিনিট!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link