মা-বাবাকে এক করতে ফন্দি আঁটল খুদে চরকি, ধারাবাহিকে এবার ‘অনশন ধর্মঘট’!
কলকাতা: কালার্স বাংলার (Colors Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগ চাঁদ’-এ (Sohag Chand) এবার অনশন ধর্না? ধারাবাহিকের গল্পে কি রাজনীতির প্রবেশ? ব্যাপারটা ঠিক অত কঠিন নয়। বরং চাঁদ আর সোহাগকে এক করতে নয়া প্ল্যান ছকেছে খুদে চরকি। ঠিক কী ঘটতে চলেছে সেখানে? (Daily Serial Update)
চরকির বুদ্ধিদীপ্ত পরিকল্পনা, ধারাবাহিকে এবার অনশন ধর্মঘট?
অবশেষে মা ও বাবাকে একসঙ্গে পেয়েছে চরকি। এখন সে চায় ফের বিয়ে হোক চাঁদ ও সোহাগ। ওদের বিয়ে দেওয়া নিয়ে একপ্রকার বদ্ধপরিকর সে। এবার সে নয়া পরিকল্পনা ছকেছে, সঙ্গে নিয়েছে সুনন্দাকে। কী তাদের নয়া প্ল্যান? এক কথায় সাংঘাতিক! তারা নাকি এবার অনশন ধর্মঘটের ডাক দিয়েছে। শর্ত কী? সোহাগ যখন চাঁদকে বিয়ে করতে রাজি হবে, তখনই একমাত্র খাবার মুখে তুলবে তারা।
এমন কাণ্ডে পরিবারের সকলেই চিন্তিত। সকলেই বেশ ভাবনায় পড়েছে, কারও এই পরিকল্পনা একেবারে পছন্দ হচ্ছে না। কিন্তু এত কিছু সত্ত্বেও চাঁদ ও সোহাগ নিজেদের সিদ্ধান্তে অটল থাকে। পরিস্থিতি আরও কঠিন হয় যখন চাঁদ, সোহাগের সঙ্গে রাজের বন্ধুত্বের ভুল মানে বের করে। সে মনে করে রাজের সঙ্গে জীবনে এগিয়ে যাওয়ার পথে রয়েছে সোহাগ। অন্যদিকে, সোহাগ প্রচণ্ড বিরক্ত হয়ে চরকিকে সঙ্গে নিয়ে হরিপুর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যদিও চাঁদও একই রকমের জেদি, সে চরকিকে কিছুতেই সোহাগের সঙ্গে যেতে দেবে না। তার সিদ্ধান্ত, চরকি তার বাবা অর্থাৎ চাঁদের সঙ্গে সেখানেই থাকবে।
আরও পড়ুন: Arijit Singh: মহিলা অনুরাগীকে গলা ধরে ধাক্কা নিরাপত্তারক্ষীর, ‘যদি রক্ষা করতে পারতাম…’, ক্ষমা চাইলেন অরিজিৎ সিংহ!
চাঁদ ও সোহাগ, দু’জনেই নিজের নিজের সিদ্ধান্তে, নিজেদের স্থানে অনড়, তারা কিছুতেই চরকির দাবির কাছে হার মানতে রাজি নয়। কিন্তু তারা যেটা একেবারেই জানে না, তা হল চরকির মাথায় এর থেকেও চালাক একটি বুদ্ধি রয়েছে। সে চাঁদ ও সোহাগ দু’জনকেই ছাপিয়ে গিয়ে বাড়ি ছেড়ে একাই বেরিয়ে ছেড়ে যাওয়ার কথা ভেবেছে এবং তাদের বিয়ে না দেওয়া পর্যন্ত না ফেরারও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এরপর কী ঘটে, কীভাবে হয় সমস্যার সমাধান, বা আদৌ তা হয় কি না, জানতে হলে দেখতে হবে ‘সোহাগ চাঁদ’, কালার্স বাংলায় প্রত্যেকদিন সন্ধ্যা ৭টায়, ও যে কোনও সময় জিও সিনেমায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন